ট্রুকলার আইফোনে আনলো কলার আইডি
কলার আইডেন্টিফিকেশন সার্ভিস হিসেবে ট্রুকলার একটি জনপ্রিয় অ্যাপ। এতদিন অ্যান্ড্রয়েডে নানা সুবিধা দিলেও তারা আইওএস-এও নানা সুবিধা আনছে। আইফোনে ট্রুকলারে এখন কলার আইডি করা যাবে। এই সার্ভিসটি অবশ্য প্রিমিয়াম প্যাকেজের সাবস্ক্রাইবাররা পাবেন।
দৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
গত বছর যদিও ব্যবহারকারীর সম্মতি ছাড়াই ডাটা জোগাড়ের অভিযোগ ছিল অ্যাপের নামে।তবে তারা তা অস্বীকার করে। এখন পর্যন্ত অ্যাপল কলার ফ্রেমওয়ার্ক এর ওপর ভিত্তি করে তারা কলার আইডেন্টিফিকেশন সার্ভিস দিতে পারতো। তবে এখন ট্রুকলার শর্টকাট যোগ করে সহজেই তারা সুবিধা আদায় করতে পারবে৷