জাপানে রোবট প্রোগ্রামিং প্রতিযোগিতা, অংশগ্রহণে আবেদন শুরু
জাপান অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি আয়োজিত ‘কিবো রোবট প্রোগ্রামিং চ্যালেঞ্জ’ শীর্ষক প্রতিযোগিতা শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল অ্যারোনটিকস অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশনের (নাসা) সহযোগিতায় বিশ্বব্যাপী আয়োজিত হয় এ প্রতিযোগিতা। বাংলাদেশে এ প্রতিযোগিতা স্থানীয় আয়োজক জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এবং স্টিমএক্স-৩৬৫। আয়োজক সূত্র জানায়, বাংলাদেশের শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন।
অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীদের কম্পিউটার প্রোগ্রামিংয়ের মাধ্যমে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন (আইএসএস) সম্পর্কিত বিভিন্ন সমস্যার সমাধান করতে হবে। তিন থেকে পাঁচজনের দল গঠন করে এ প্রতিযোগিতায় অংশ নিতে হবে। এতে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জাভা প্রোগ্রামিংয়ে প্রাথমিক জ্ঞান, গণিতসহ সমস্যা সমাধানে দক্ষ হতে হবে। নিবন্ধিত শিক্ষার্থীদের আগামী ২৫ জুনের মধ্যে নির্ধারিত ঠিকানায় নিজেদের তৈরি প্রোগ্রাম জমা দিতে হবে। নির্বাচিত শিক্ষার্থীদের নিয়ে আগামী ২৬ জুন থেকে ৯ জুলাই পর্যন্ত প্রাথমিক রাউন্ড অনুষ্ঠিত হবে।