নীল টিকযুক্ত অ্যাকাউন্টে ৫০ শতাংশ কম বিজ্ঞাপন দেখাবে টুইটার
অর্থের বিনিময়ে নীল টিক যুক্ত করা অ্যাকাউন্টে অন্য ব্যবহারকারীদের তুলনায় ৫০ শতাংশ কম বিজ্ঞাপন দেখাবে টুইটার। নতুন এ সুবিধা চালু হলে টুইটারে প্রমোটেড টুইট বা বিজ্ঞাপন দেখার বদলে অনুসরণ করা ব্যক্তিদের টুইট বেশি দেখতে পারবেন নীল টিক ব্যবহারকারীরা।