এজ ব্রাউজার ছবি তৈরি করে দেবে
বিং সার্চ ইঞ্জিনের পর এবার এজ ব্রাউজারেও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ‘ইমেজ ক্রিয়েটর’ টুল চালুর ঘোষণা দিয়েছে মাইক্রোসফট। চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেন এআইয়ের তৈরি ড্যাল-ই (ডিএএলএল-ই) ডিপ লার্নিং মডেল কাজে লাগিয়ে কয়েক সেকেন্ডের মধ্যে প্রয়োজনীয় ছবি তৈরি করে দিতে পারে টুলটি। এজ ব্রাউজারের ডেস্কটপ সংস্করণ ব্যবহারকারীরা পর্যায়ক্রমে টুলটি ব্যবহার করতে পারবেন।
ইমেজ ক্রিয়েটর টুল লেখার বিষয়বস্তু বুঝে নিজ থেকে প্রয়োজনীয় ছবি তৈরি করতে পারে। এর ফলে অনলাইনে খুঁজে না পেলেও নিজেদের প্রয়োজন অনুযায়ী ছবি তৈরি করা যায়। নতুন এ সুবিধা চালু হলে এজ ব্রাউজারের ডেস্কটপ সংস্করণ কাজে লাগিয়ে যেকোনো ব্যক্তি চাইলে নিজেদের প্রয়োজনমতো ছবি তৈরি করতে পারবেন। এজ ব্রাউজারের সাইডবার থেকে সহজে ইমেজ ক্রিয়েটর টুলটি ব্যবহার করা যাবে।
মাইক্রোসফটের তথ্যমতে, সাইডবারের নিচে পেইন্ট ব্রাশ আইকনে ক্লিক করলে বার্তা লেখার একটি বক্স চালু হবে। বক্সটিতে ছবি তৈরির নির্দেশনা লিখলেই একসঙ্গে চার ধরনের ছবি তৈরি করে দেবে ইমেজ ক্রিয়েটর টুল। পছন্দের ছবিতে ক্লিক করলে বাঁ পাশে ছবিটি বড় করে দেখা যাবে। পছন্দ হলে ডাউনলোডও করা যাবে ছবিটি। ফলে ইমেজ ক্রিয়েটর টুল দিয়ে তৈরি ছবি যেকোনো কাজে ব্যবহার করা যাবে।