Home Technology হোয়াটসঅ্যাপের মাইক্রোফোন ব্যবহারের অনুমতি বাতিল করবেন যেভাবে

হোয়াটসঅ্যাপের মাইক্রোফোন ব্যবহারের অনুমতি বাতিল করবেন যেভাবে

0
179

সম্প্রতি হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের অজান্তেই স্মার্টফোনের মাইক্রোফোন ব্যবহার করছে বলে অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে প্রযুক্তিবিশ্বে চলছে নানা আলোচনা। হোয়াটসঅ্যাপ ডাউনলোডের সময়ই ব্যবহারকারীদের কাছ থেকে স্মার্টফোনের মাইক্রোফোন ব্যবহারের অনুমতি নিয়ে নেয়। কারণ, হোয়াটসঅ্যাপে কথা বলতে হলে মাইক্রোফোন ব্যবহার করতেই হবে। তবে অনেকেই হোয়াটসঅ্যাপে শুধু বার্তা বা ছবি আদান-প্রদান করেন। ফলে মাইক্রোফোন ব্যবহারের অনুমতি না দিলেও কোনো সমস্যা হয় না। হোয়াটসঅ্যাপের মাইক্রোফোন ব্যবহার বন্ধের পদ্ধতি দেখে নেওয়া যাক—

হোয়াটসঅ্যাপের মাইক্রোফোন ব্যবহারের অনুমতি বাতিলের জন্য অ্যান্ড্রয়েড ১২ বা তার পরবর্তী অ্যান্ড্রয়েড সংস্করণ ব্যবহারকারীদের প্রথমে স্মার্টফোনের সেটিংস অপশনে প্রবেশ করতে হবে। এরপর প্রাইভেসি নির্বাচন করলেই ক্যামেরা, মাইক্রোফোন, লোকেশন প্রভৃতি অপশন দেখা যাবে। যেসব অ্যাপকে স্মার্টফোনের ক্যামেরা ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে, তার তালিকা ক্যামেরা অপশনে পাওয়া যাবে। একইভাবে স্মার্টফোনের মাইক্রোফোন ব্যবহারের অনুমতি যেসব অ্যাপের রয়েছে, তার তালিকা মাইক্রোফোন অপশনে দেখা যাবে। এবার মাইক্রোফোন অপশনে প্রবেশ করে তালিকায় থাকা হোয়াটসঅ্যাপে ট্যাপ করে মাইক্রোফোন পারমিশন অপশনে ডোন্ট অ্যালাউ নির্বাচন করতে হবে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here