হোয়াটসঅ্যাপে আসছে নতুন ফিচার্স, যার সুবিধা হল ফেসবুকে স্ট্যাটাস আপলোড করার জন্য আর অ্যাপেই বাইরে যেতে হবে না। মেসেজিং অ্যাপে বসেই সোশ্যাল মিডিয়া অ্যাপে ভাগ করে নিতে পারবেন দিনের সেরা কিছু মুহূর্ত। হোয়াটসঅ্যাপ ইউজারদের অনেকদিন ধরেই এই ফিচারের চাহিদা ছিল যা আর দিন কয়েকের মধ্যেই পূরণ করতে চলেছে মার্ক জুকারবার্গের সংস্থাটি।
হোয়াটসঅ্যাপে নতুন ফিচার্স
জানা গিয়েছে, নতুন এক ধরণের একটি ফিচার নিয়ে কাজ করছে হোয়াটসঅ্যাপ। যেখানে ইউজাররা হোয়াটসঅ্যাপ না ছেড়েই ফেসবুকে স্টোরি আপলোড করতে পারবে। Wabetainfo-এর রিপোর্ট অনুযায়ী, ইতিমধ্যে ফিচারটি পরীক্ষা শুরু করেছে মেসেজিং প্ল্যাটফর্ম। বর্তমানে দুই অ্যাপে স্টোরি আপলোড করতে হলে আলাদা আলাদা করতে হয়। কিন্তু এই ফিচারের ফলে এবার থেকে তা আর করতে হবে না।
এই ফিচারটি বর্তমানে ইনস্টাগ্রামে ব্যবহার করা যায়। একই স্ট্যাটাস ফেসবুক এবং ইনস্টাগ্রাম দুই জায়গাতেই একই সময়ে শেয়ার করা যায়। কিন্তু হোয়াটসঅ্যাপের ক্ষেত্রে সেই সুবিধা উপলব্ধ ছিল না। হোয়াটসঅ্যাপের স্টোরি ফেসবুকে আপলোড করার জন্য বারবার সেই প্ল্যাটফর্মে ভিজিট করতে হত।
হোয়াটসঅ্যাপ ফিচার ট্র্যাকার Wabetainfo-এর রিপোর্ট বলছে, নতুন অপশনটি হোয়াটসঅ্যাপের স্ট্যাটাস প্রাইভেসি সেটিংয়ে যোগ করা হবে। সেখানে গয়ে ইউজাররা তাদের ফেসবুক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবে। এই অপশন ইউজার চাইলে ব্যবহারও করতে পারে অথবা ডিসেবেলও করে রাখতে পারে।
ইউজার যদি এই অপশন অন করে রাখেন তাহলে তাদের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস অটোমেটিক্যালি ফেসবুকে শেয়ার হয়ে যাবে। এই ফিচারের ফলে ইউজারদের শুধু সময় বাঁচবে না, স্ট্যাটাস শেয়ার করার ক্ষেত্রেও উত্সাহ পাবেন অনেকে। জানা গিয়েছে, অ্যান্ড্রয়েড ও আইওএস উভয় ইউজারদের জন্যই ফিচারটি চালু করবে মেটা মালিকাধীন হোয়াটসঅ্যাপ।
এটি ছাড়াও আরও একটি কার্যকরী ফিচার আনছে হোয়াটসঅ্যাপ – যা হল অডিও চ্যাট। ফিচারের নাম শুনেই এর কাজ আশাকরি ইঙ্গিত করতে পারছেন। ভবিষ্যতে চ্যাট সেকশনে যুক্ত হতে চলেছে এই সুবিধাটি, অর্থাৎ টাইপ করে চ্যাটিংয়ের পাশাপাশি অডিও চ্যাটও করতে পারবে হোয়াটসঅ্যাপ ইউজাররা।
উল্লেখ্য, এই ফিচারের সঙ্গে ভয়েস মেসেজের অপশনটি গুলিয়ে ফেলবেন না। অডিও চ্যাট মানে সম্পূর্ণ ভয়েস মেসেজে কথোপকথন করার জন্য আলাদা সেকশন তৈরি করতে চলেছে সংস্থাটি। এই সব নতুন ফিচারগুলির ফলে হোয়াটসঅ্যাপ ইউজাররা তাদের বন্ধু ও পরিবারদের সঙ্গে আরও ভালো ভাবে যোগাযোগ করতে পারবে।