আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) ভিত্তিক পরিষেবা প্রদানকারী অ্যাপ্লিকেশন চ্যাটজিপিটি বর্তমানে দারুন জনপ্রিয়তায় রয়েছে। যদিও কিছু কিছু সংস্থার জন্য প্ল্যাটফর্মটি এই মুহূর্তে বিপদজনক হয়ে উঠেছে। যার কারণে প্রত্যেকেই এখন নিজস্ব চ্যাটবট সিস্টেম তৈরি করতে চাইছে।
সম্প্রতি একটি রিপোর্টে দাবি করা হয়েছে যে, দক্ষিণ কোরিয়া ভিত্তিক প্রযুক্তি জায়ান্ট স্যামসাং তাদের কর্মীদের কোডিং ক্ষমতা এবং উৎপাদনশীলতা (প্রোডাক্টিভিটি) বাড়াতে চ্যাটজিপিটির অনুরূপ নিজস্ব এআই পরিষেবা নিয়ে আসার পরিকল্পনা করছে।
তবে এই নতুন পরিষেবাটি শুধুমাত্র নিজেদের ব্যবহারের জন্য তৈরি করা হবে। যাতে সংস্থাটি তাদের যাবতীয় ইন্টারনাল ডেটার নিরাপত্তা নিশ্চিত করতে এবং কার্যক্রম তত্ত্বাবধান করতে পারে।
‘দ্য ইকোনমিস্ট কোরিয়া’ -এর এই সর্বশেষ সংবাদ অনুযায়ী, স্যামসাংয়ের কোরিয়া-ভিত্তিক সেমিকন্ডাক্টর ব্যবসার একাধিক কর্মচারী চ্যাটজিপিটিতে সংবেদনশীল তথ্য “ফাঁস” করেছে, যা নিরাপত্তার দিক থেকে একটি বড় উদ্বেগের কারণ হতে পারে। আর এই কারণবশতই সংস্থাটি তাদের সার্ভারে চ্যাটজিপিটি নিষিদ্ধ করে। যদিও পরে সিদ্ধান্তটি বাতিল করা হয়। তবে নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়া হলেও, কর্মীরা যাতে চ্যাটবটে সংবেদনশীল তথ্য প্রদান করতে না পারে তার একটি বিকল্প রাস্তা বের করতে চলেছে স্যামসাং।