Home Technology Elon Musk : সদর দফতরে লেখা Twitter থেকে ‘W’ শব্দ সরিয়ে দিলেন...

Elon Musk : সদর দফতরে লেখা Twitter থেকে ‘W’ শব্দ সরিয়ে দিলেন এলন মাস্ক

0
158

টুইটারের সিইও এলন মাস্ক-এর (Elon Musk) কাণ্ডে ফের একবার হকচকিয়ে গেল গোটা বিশ্ব। না এবার প্লাটফর্মের মধ্যে কিছু করেননি বা কোনও আলোড়ন ফেলে দেওয়া কোনও টুইটও করেনি নি। তিনি বর্তমানে খবরের শিরোনামে উঠে এসেছেন অন্য কারণে।

মার্কিন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিস্কো-তে অবস্থিত টুইটারের সদর দফতর। বিল্ডিংয়ের গায়ে বড় করে লেখা টুইটার লেখা বোর্ড। যা দেখেই অভ্যস্ত সবাই। কিন্তু সম্প্রতি সেই বোর্ডের অর্থ বদলে দিয়েছেন এলন মাস্ক। টুইটার থেকে ডাব্লিউ শব্দে সাদা রঙের পেইন্ট বসিয়েছেন তিনি।

আর এই নিয়ে টুইটও করতে দেখা গিয়েছে তাঁকে। টুইটার বোর্ডে এমন বদল কেন করা হয়েছে তার পিছনের নির্দিষ্ট কারণও জানিয়েছেন তিনি।

এলন মাস্কের টুইট,

টুইটার সিইও এর কথায়, সান ফ্রান্সিস্কো-তে অবস্থিত সদর দফতরের যিনি ল্যান্ডলর্ড তাঁর দাবি, “আমরা আইনত টুইটার সাইন থেকে কখনও ‘ডাব্লিউ’ শব্দটি সরাতে পারব না, তাই আমরা ওই শব্দটির ব্যাকগ্রাউন্ডে রঙ করে দিয়েছি, সমস্যা মিটে গেল!”

এই বদলের ফলে টুইটার লোগো বর্তমানে হয়ে উঠেছে টিটার (Titter)। বহু ইউজার জানিয়েছেন, এই রঙ করার কাজ অনেকদিন ধরেই চলছিল। ইউজারদের দাবি ছিল, সদর দফতরে আটকানো বোর্ডে টুইটারের ডাব্লিউ শব্দটি অস্পষ্ট দেখাচ্ছিল কিছুদিন ধরে, কী কারণে তা এবার বোঝা গেল।

প্রসঙ্গত, কিছুদিন আগে টুইটার হোমপেজ লোগোও বদলে দিয়েছিলেন এলন মাস্ক। নীল পাখি থেকে বদলে হয়েছিল তাঁর প্রিয় ক্রিপ্টোকারেন্সি ডোজকয়েনের মুখের ছবি। যা নিয়ে ব্যাপক শোরগোল পড়ে যায় নেটদুনিয়ায়।

উল্লেখ্য, নাম বদল করা ছাড়াও টুইটারে মালিকানা পাওয়ার পর এই সদর দফতরের গোটা চিত্র পরিবর্তন করেছেন এলন মাস্ক। আয় বাড়ানোর লক্ষ্যে বিক্রি করেছেন আসবাবপত্র, রান্নাঘরের সামগ্রী এবং দামি ভাস্কর্য। এমনকি অফিসের গাছও বিক্রি করে দিয়েছেন এলন মাস্ক।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here