Home Technology লিংকডইনে যুক্ত হলো বাংলা ভাষা, যেভাবে ব্যবহার করবেন

লিংকডইনে যুক্ত হলো বাংলা ভাষা, যেভাবে ব্যবহার করবেন

0
66

পেশাজীবীদের জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম লিংকডইনে একে অপরের সঙ্গে আলোচনার পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তিও পাওয়া যায়। ফলে সহজেই পছন্দের চাকরির সন্ধান মিলে থাকে। আর তাই বর্তমানে ১০০ কোটিরও বেশি ব্যবহারকারী একে অপরের সঙ্গে যোগাযোগের পাশাপাশি নতুন চাকরির সন্ধান পেতে নিয়মিত সামাজিক যোগাযোগমাধ্যমটি ব্যবহার করেন। ইংরেজিসহ বিভিন্ন ভাষায় ব্যবহার করা গেলেও এত দিন বাংলা ভাষা সমর্থন করত না লিংকডইন। এ সমস্যা সমাধানে বাংলাসহ ১০টি ভাষা যুক্ত করা হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমটিতে।

লিংকডইনে নতুন যুক্ত হওয়া ভাষাগুলো হলো বাংলা, মারাঠি, পাঞ্জাবি, তেলেগু, ভিয়েতনামিজ, পার্সিয়ান, গ্রিক, হিব্রু, ফিনিশ ও হাঙ্গেরিয়ান। নতুন ১০টি ভাষা যুক্তের ফলে মোট ২৬টি ভাষায় লিংকডইন ব্যবহার করা যাবে। এ বিষয়ে লিংকডইনের প্রধান পণ্য কর্মকর্তা টোমার কোহেন জানিয়েছেন, নতুন ভাষা যুক্তের মাধ্যমে সারা বিশ্বের পেশাজীবীরা আরও কার্যকরভাবে সংযুক্ত হতে ও যোগাযোগ করতে পারবেন।

বাংলা ভাষায় লিংকডইন ব্যবহারের জন্য প্রথমে ভাষা পরিবর্তনের জন্য প্রথমে সেটিংসে প্রবেশ করে অ্যাকাউন্ট প্রেফারেন্স অপশন ট্যাপ করতে হবে। এরপর পরের পৃষ্ঠায় জেনারেল প্রেফারেন্স অপশনের নিচে থাকা কনটেন্ট ল্যাংগুয়েজ বাটনে ট্যাপ করতে হবে। এবার প্রদর্শিত ভাষার অপশন থেকে বাংলা নির্বাচন করতে হবে। পর্যায়ক্রমে এ সুবিধা সবার জন্য উন্মুক্ত করা হবে।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here