খুলনাতে পলিটেকনিক/ডিপ্লোমা ছাত্র-ছাত্রীদের জন্য ইন্ডাস্ট্রিয়াল এটাচমেন্ট ট্রেনিংHAMKO_Future_Tech_Academy

ব্যক্তিগত বা কাজের প্রয়োজনে নিয়মিত ল্যাপটপ ব্যবহার করেন অনেকেই। তবে আশপাশের গরম আবহাওয়া, ভেতরের শীতলীকরণ যন্ত্রের কারিগরি ত্রুটিসহ দীর্ঘসময় টানা ব্যবহার করলে ল্যাপটপ অতিরিক্ত গরম হয়ে যায়। এর ফলে ল্যাপটপের ক্ষতি হওয়ার পাশাপাশি ব্যবহারকারীর শরীরেরও বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে। ল্যাপটপ অতিরিক্ত গরম হয়ে গেলে শরীরের যেসব ক্ষতি হতে পারে, সেগুলো জেনে নেওয়া যাক।

ল্যাপটপের তাপ থেকে স্বাস্থ্যসমস্যা

ল্যাপটপ অতিরিক্ত গরম হয়ে গেলে স্বাস্থ্যের বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে। দীর্ঘসময় গরম হয়ে যাওয়া ল্যাপটপ ব্যবহারের ফলে হাত বা ত্বকের নির্দিষ্ট অংশে ফুসকুড়ি হতে পারে। শুধু তা-ই নয়, কোলে রেখে ল্যাপটপ ব্যবহার করলে তাপের কারণে ঊরু বা পায়ের চামড়া পুড়ে যেতে পারে। গরম হয়ে যাওয়া ল্যাপটপ স্বচ্ছন্দে ব্যবহারের জন্য সোফায় বা বিছানায় রেখে একটু বাঁকা হয়ে ব্যবহার করেন কেউ কেউ। এতে ল্যাপটপের গরম থেকে রক্ষা পাওয়া গেলেও পিঠ, ঘাড় ও মেরুদণ্ডের ব্যথার পাশাপাশি আরও নানা ধরনের স্বাস্থ্যগত সমস্যা তৈরি হয়ে থাকে।

নিরাপদ থাকতে হলে

সেন্ট্রাল প্রসেসিং ইউনিট (সিপিইউ) ও গ্রাফিকস প্রসেসিং ইউনিট (জিপিইউ) যেকোনো ল্যাপটপের তাপের প্রাথমিক উৎস। এ ছাড়া ল্যাপটপের ভেতরে থাকা অন্য যন্ত্রগুলোও চালু থাকা অবস্থায় তাপ উৎপন্ন করতে থাকে। কিন্তু যখন আশপাশের তাপমাত্রা বেড়ে যায়, তখন ল্যাপটপের ভেতরে থাকা শীতলীকরণ যন্ত্র  ঠিকভাবে কাজ করতে পারে না। ফলে ধীরে ধীরে ল্যাপটপের তাপমাত্রা বাড়তে থাকে। এ সমস্যা সমাধানে কুলিং প্যাড ব্যবহারের পাশাপাশি ল্যাপটপের বাতাস চলাচলের রাস্তা নিয়মিত পরিষ্কার করতে হবে। কখনো কখনো প্রয়োজন ছাড়াই ল্যাপটপ চার্জ করেন অনেকে। কিন্তু অতিরিক্ত চার্জের কারণে ল্যাপটপের ব্যাটারি গরম হয়ে যায়। আর তাই প্রয়োজনের অতিরিক্ত ল্যাপটপ চার্জ করা থেকে বিরত থাকতে হবে। এরপরও ল্যাপটপ অতিরিক্ত গরম হয়ে গেলে কিছুক্ষণ বন্ধ রাখতে হবে।

অতিরিক্ত তাপ থেকে নিজেকে নিরাপদ রাখতে হলে ল্যাপটপ টেবিলে রেখে ব্যবহার করতে হবে। বর্তমানে বাজারে আকারে ছোট ল্যাপটপ টেবিল পাওয়া যায়, যেগুলোর মাধ্যমে শুয়ে বা বসে সহজেই ল্যাপটপ ব্যবহার করার সুযোগ মিলে থাকে। ছোট টেবিল না থাকলে কোলে রেখে ল্যাপটপ ব্যবহারের সময় অবশ্যই ল্যাপটপের নিচে তাপরোধী কাপড় বা কুশন ব্যবহার করতে হবে। এ ছাড়া ল্যাপটপের ভেতরের তাপ বাইরে বের করার জন্য ব্যবহৃত ছিদ্রগুলো সব সময় খোলা ও পরিষ্কার রাখতে হবে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

Hamko ICT Ltd. is a Bangladeshi tech company having primarily focused on software development service in home and abroad. HAMKO_ICT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here