বঙ্গীয় ডটকম নিয়ে এল এজেন্সি বিজনেস কোর্স
ফ্রিল্যান্সিং শব্দটার সঙ্গে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছে ‘ফ্রিল্যান্সিং কোর্স’ শব্দ দুটি। কোর্সটি করা থাকলে ফ্রিল্যান্সিং করার সুযোগ বেড়ে যায় বহুগুণ। তাই নিত্যনতুন বিভিন্ন প্রতিষ্ঠান চালু করছে এই কোর্স। যেগুলো মূলত একটি স্কিল শেখানো নিয়েই ডিজাইন করা। ক্যারিয়ারের শুরুর দিকে এই একটি স্কিল নিয়ে দাপটের সঙ্গে কাজ করলেও ক্যারিয়ারের উঠতি সময়ে দরকার হয় ‘এজেন্সি বিজনেস’–এর মতো আরও কিছু অ্যাডভান্স স্কিল।
এজেন্সি শুরুর জন্য দরকার যথাযথ একটি মাইন্ডসেট। আর এর পূর্ণাঙ্গ সমাধান নিয়ে এসেছে বঙ্গীয় ডটকম (bongiyo.com)। ফ্রিল্যান্সিং ক্যারিয়ারকে এক পাশে ঠেলে, নিজের একটি টিম ম্যানেজ করা থেকে শুরু করে ক্লায়েন্ট খোঁজার বিভিন্ন পদ্ধতি, কাজ ডেলিভারি দেওয়া ইত্যাদি বিষয়ের ওপর ভিত্তি করে কোর্সটি সাজানো হয়েছে।