চ্যাটজিপিটির প্রলোভন দেখিয়ে ফেসবুক আইডি ও পাসওয়ার্ড চুরি করছে হ্যাকাররা
গত বছরের নভেম্বরে বাজারে আসার পর বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে ওপেনএআইয়ে তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত (এআই) চ্যাটবট ‘চ্যাটজিপিটি’। জনপ্রিয়তার শীর্ষে থাকা এই চ্যাটজিপিটি ডাউনলোডের প্রলোভন দেখিয়ে মেলওয়্যার আক্রমণ চালাচ্ছেন হ্যাকাররা। মেলওয়্যারটি কম্পিউটারে প্রবেশ করে ব্যবহারকারীদের ফেসবুক, গুগল অ্যাকাউন্টের আইডি ও পাসওয়ার্ডসহ ব্রাউজারে থাকা বিভিন্ন তথ্য হ্যাকারদের কাছে পাঠিয়ে দেয়।