টুইটার অ্যাকাউন্ট থেকে পুরোনো নীল টিক মুছে ফেলার কার্যক্রম শুরু
পুরোনো নীল টিকযুক্ত অ্যাকাউন্ট থেকে সেটি মুছে ফেলার কার্যক্রম শুরু করেছে টুইটার। এরই ধারাবাহিকতায় হঠাৎ করেই ‘টুইটার ভেরিফায়েড’ অ্যাকাউন্ট থেকে গণহারে সব নীল টিকযুক্ত অ্যাকাউন্ট আনফলো করেছে খুদে ব্লগ লেখার সাইটটি।
সাধারণত টুইটারের যাচাই করা এবং নীল টিকযুক্ত অ্যাকাউন্ট ফলো বা অনুসরণ করে থাকে টুইটার ভেরিফায়েড। টুইটারে নীল টিক চালুর পর থেকে এমনটিই হয়ে আসছে। কিন্তু হঠাৎ করেই টুইটার ভেরিফায়েডের অনুসরণ করা অ্যাকাউন্টের সংখ্যা শূন্য দেখা যাচ্ছে।