চ্যাটজিপিটি চালুর পর বেড়েছে অনলাইন প্রতারণা
গত বছরের নভেম্বরে মাইক্রোসফটের অর্থায়নে তৈরি চ্যাটজিপিটি বাজারে আনে মার্কিন প্রতিষ্ঠান ওপেনএআই। এর পর থেকেই চ্যাটজিপিটির কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে বিশ্বজুড়ে অনলাইন প্রতারণার ঘটনা বেড়েছে। শুধু তা-ই নয়, সহজে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহারের সুযোগ থাকায় হ্যাকাররা সাইবার হামলার কৌশলও পরিবর্তন করেছেন বলে জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ডার্কট্রেস।