মুহিনের ‘টাইম মেশিন’
ঈদকে কেন্দ্র করে এরই মধ্যে নতুন গান প্রকাশ শুরু করেছেন মুহিন খান। সেই ধারাবাহিকতায় ‘টাইম মেশিন’ শিরোনামের একটি মেলোডি ঘরানার রোমান্টিক গান প্রকাশ করেছেন একটি নতুন ইউটিউব চ্যানেলে।
গানটি লিখেছেন শামীমুর রহমান। কণ্ঠ দেওয়ার পাশাপাশি এর সুর ও সংগীত পরিচালনা করেছেন মুহিন খান।
এ গান প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার অনেকগুলো ভালোলাগার গানের মধ্যে টাইম মেশিন অন্যতম। এর কথা আমার নিজের কাছে ভীষণ ভালো লেগেছে। চেষ্টা করেছি শ্রোতাদের মন যেন ছুঁয়ে যায় তেমনই সুর করতে। আর গায়কীর ক্ষেত্রেও চেষ্টা ছিল আমার দরদ দিয়ে, আবেগ দিয়ে গাইতে। যারা ভালো কথার, মনের মতো সুরের গান শুনতে চান তাদের জন্য টাইম মেশিন গানটি আমার উপহার। আশা করি সবারই ভালো লাগবে।’
এদিকে কিছুদিন আগে লিজার সঙ্গে দ্বৈতকণ্ঠে মুহিন ‘যতনে’ শিরোনামের একটি গান প্রকাশ করেন।