চ্যাটজিপিটির এআই প্রযুক্তি যুক্ত হলো মাইক্রোসফটের বিং সার্চ ইঞ্জিনে
প্রযুক্তি বিশ্লেষকদের ধারণাই সত্যি হলো। ওপেনএআইয়ের তৈরি চ্যাটবট ‘চ্যাটজিপিটি’র কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত (এআই) প্রযুক্তি নিজেদের বিং সার্চ ইঞ্জিনে যুক্ত করেছে মাইক্রোসফট। গতকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে আয়োজিত এক অনুষ্ঠানে সার্চ ইঞ্জিনটিতে চ্যাটবট যুক্তের ঘোষণা দেন মাইক্রোসফটের প্রধান নির্বাহী কর্মকর্তা সত্য নাদেলা। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা সার্চ ইঞ্জিনটির পরীক্ষামূলক সংস্করণ পরখ করার সুযোগও পেয়েছেন।