Home Technology সাংবাদিকদের জন্য মেটার ফ্যাক্ট–চেকিং কোর্স চালু

সাংবাদিকদের জন্য মেটার ফ্যাক্ট–চেকিং কোর্স চালু

0
140

সাংবাদিকদের জন্য মেটার ফ্যাক্ট–চেকিং কোর্স চালু

কোনো তথ্যের ফ্যাক্ট–চেকিং, যাচাইসহ সঠিক তথ্য প্রকাশের জন্য মেটা বাংলাদেশসহ এশিয়া প্যাসিফিক অঞ্চলের সাংবাদিকদের জন্য ফ্যাক্ট–চেকিং কোর্স চালু করেছে। মেটা এবং অলাভজনক পয়ন্টার ইনস্টিটিউটের ইন্টারন্যাশনাল ফ্যাক্ট-চেকিং নেটওয়ার্কের (আইএফসিএন) যৌথ উদ্যোগে এ কোর্স চালু করা হয়েছে। বিনা মূল্যের এই কোর্সে অংশগ্রহণকারীদের ফ্যাক্ট-চেকিং সম্পর্কে প্রাথমিক ধারণা দেওয়া হবে। আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে মেটা এসব কথা জানিয়েছে।

মেটা জানিয়েছে, কোর্সটির তিনটি মডিউলে ফ্যাক্ট-চেকিং, যাচাইকরণ ও সঠিক তথ্য প্রকাশ করা এবং স্বাস্থ্যসংক্রান্ত ভুল তথ্য ও বিভ্রান্তির ওপর গুরুত্ব দেওয়া হবে। সঠিক তথ্য খুঁজে বের করা, ফ্যাক্ট-চেকিংয়ের পদ্ধতি এবং সাংবাদিকদের কাজে সহায়তা করার জন্য প্রয়োজনীয় টুল এ কোর্সে থাকে।

অংশগ্রহণকারীরা নিজেদের সুবিধামতো ২–৩ ঘণ্টা সময় ব্যয় করে কোর্সটিতে অংশ নিতে পারবেন। বর্তমানে ইংরেজি ও বাংলাসহ ১৫টি ভাষায় এই কোর্স করা যাবে। সফলভাবে কোর্সটি শেষ হলে সার্টিফিকেটও দেওয়া হবে। মেটা এশিয়া-প্যাসিফিক অঞ্চলের সাংবাদিক, শিক্ষাবিদ ও আগ্রহী ফ্যাক্ট-চেকারদের এতে অংশ নেওয়ার জন্য উৎসাহিত করছে।

মেটার এশিয়া–প্যাসিফিক অঞ্চলের ইন্টিগ্রিটি পার্টনারশিপস ম্যানেজার আয়া লো বলেন, ভুল তথ্য শনাক্তের জন্য ফ্যাক্ট চেকিং খুবই প্রয়োজনীয় একটি বিষয়। এ ধরনের কোর্স এশিয়া প্যাসিফিক অঞ্চলের মানুষদের দক্ষতার উন্নয়নে ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

আইএফসিএনের অন্তর্বতীর্কালীন পরিচালক ফারডি ওজসয় বলেন, এ উদ্যোগ এশিয়া-প্যাসিফিক অঞ্চলে সাংবাদিকতার মানকে আরও উন্নত করবে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here