বিং সার্চ ইঞ্জিনে ত্রুটি শনাক্ত করায় ৪০ হাজার ডলার পুরস্কার দিল মাইক্রোসফট
গত জানুয়ারিতে মাইক্রোসফটের সার্চ ইঞ্জিন বিংয়ে বড় ধরনের নিরাপত্তা ত্রুটির সন্ধান পেয়েছিল সাইবার নিরাপত্তা নিয়ে কাজ করা প্রতিষ্ঠান উইজ। প্রতিষ্ঠানটির তথ্যমতে, এই ত্রুটি কাজে লাগিয়ে হ্যাকাররা চাইলেই সার্চ ফলাফল পরিবর্তন করে ব্যবহারকারীদের সঙ্গে প্রতারণা করতে পারতেন। আর তাই বিষয়টি দ্রুত মাইক্রোসফট সিকিউরিটি রেসপন্স সেন্টারকে (এমএসআরসি) জানানো হয়। বিষয়টি জানতে পেরে গত ২৯ মার্চ এই ত্রুটির সমাধান করেছে মাইক্রোসফট। শুধু তা–ই নয়, বিং সার্চ ইঞ্জিনের ত্রুটি শনাক্ত করায় উইজকে ৪০ হাজার ডলার পুরস্কারও দিয়েছে প্রতিষ্ঠানটি।