খুলনাতে পলিটেকনিক/ডিপ্লোমা ছাত্র-ছাত্রীদের জন্য ইন্ডাস্ট্রিয়াল এটাচমেন্ট ট্রেনিংHAMKO_Future_Tech_Academy

গুগলের নিরাপত্তাব্যবস্থার চোখ এড়িয়ে প্লে স্টোরের মাধ্যমে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের স্মার্টফোনে ছড়িয়ে পড়ছে ‘নেক্রো’ ম্যালওয়্যার। সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ক্যাসপারস্কি জানিয়েছে, প্লে স্টোরে থাকা দুটি অ্যাপে নেক্রো ম্যালওয়্যারের সন্ধান মিলেছে। এসব অ্যাপ এরই মধ্যে ১ কোটি ১০ লাখের বেশিবার ডাউনলোড হয়েছে। অ্যাপের মডিফায়েড সংস্করণের মাধ্যমে ট্রোজান ঘরানার নেক্রো ম্যালওয়্যার ব্যবহারকারীদের স্মার্টফোনে প্রবেশ করানো হয়েছে।

ক্যাসপারস্কির তথ্যমতে, ছবি সম্পাদনা ও বিউটিফিকেশন অ্যাপ ‘উইটা ক্যামেরা’ ও ‘ম্যাক্স ব্রাউজার’ অ্যাপে নেক্রো ম্যালওয়্যারের সন্ধান পাওয়া গেছে। উইটা ক্যামেরা অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে এক কোটির বেশিবার ডাউনলোড হয়েছে। ফলে এক কোটি স্মার্টফোনে ম্যালওয়্যারটি রয়েছে। অপর দিকে ম্যাক্স ব্রাউজারটি ১০ লাখের বেশিবার ডাউনলোড হয়েছে। উইটা ক্যামেরা অ্যাপ থেকে ম্যালওয়্যারটি মুছে ফেলা হলেও ম্যাক্স ব্রাউজারের হালনাগাদ সংস্করণে এখনো রয়েছে ম্যালওয়্যারটি।

প্লে স্টোর ছাড়াও জনপ্রিয় বিভিন্ন অ্যাপের মডিফায়েড সংস্করণ থেকেও নেক্রো ম্যালওয়্যার ছড়াচ্ছে বলে জানিয়েছে ক্যাসপারস্কি। এসব মডিফায়েড অ্যাপের তালিকায় রয়েছে—জিবি হোয়াটসঅ্যাপ, এফএম হোয়াটসঅ্যাপ ও স্পটিফাই প্লাস। অ্যাপের পাশাপাশি স্ট্যাম্বল গাইজ, কার পার্কিং মাল্টিপ্লেয়ার, মেলন স্যান্ডবক্সের মতো জনপ্রিয় গেমের মডিফায়েড সংস্করণের মাধ্যমেও নেক্রো ম্যালওয়্যার ব্যবহারকারীদের যন্ত্রে প্রবেশ করছে।

সূত্র: ব্লিপিং কম্পিউটার

Hamko ICT Ltd. is a Bangladeshi tech company having primarily focused on software development service in home and abroad. HAMKO_ICT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here