গেম নিয়ে বড় পরিসরে আসছে নেটফ্লিক্স
বিশ্বজুড়ে বেড়ে চলেছে গেমিং শিল্পের বাজার। চাহিদা বাড়ছে গেম নির্মাতাদেরও। স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সও মনোযোগ দিচ্ছে এ শিল্পে। ২০২১ সালের জুলাই মাসে নেটফ্লিক্স একাধিক গেম নিয়ে আসে তাদের প্ল্যাটফর্মে। প্রতিষ্ঠানটির গেমিং সেক্টরে সাবেক ফেসবুক কর্মী মাইক ভেরদুকে দায়িত্ব দেওয়া হয়েছে। অল্প পরিসরে শুরু করলেও নেটফ্লিক্স তাদের গেমিং কন্টেন্ট বিস্তৃত করার সিদ্ধান্ত নিয়েছে। সে অনুযায়ী, প্রতি মাসেই নতুন গেম নিয়ে আসবে সংস্থাটি।
একটি ব্লগপোস্টে নেটফ্লিক্স তাদের গেমিং পরিকল্পনা সম্পর্কে বলেছে, ‘খুব অল্প সময়ের মধ্যে ৫৫টি গেম রিলিজ করেছি। ৭০টি ডেভেলপমেন্টের পর্যায়ে রয়েছে, যেগুলো আমাদের পার্টনারদের সঙ্গে তৈরি করছি আমরা। পাশাপাশি আরও ১৬টি গেম আমাদের নিজস্ব গেমস স্টুডিওতেই তৈরি করছি। আমাদের লক্ষ্য হলো গেমের একটা বিরাট পোর্টফোলিও ডেভেলপ করা। কারণ, আমরা মনে করি প্রত্যেকটা মানুষই গেমের মধ্যে আনন্দ খুঁজে পেতে পারেন।’ ওই ব্লগপোস্টে নেটফ্লিক্স আরও লিখছে, ‘এ বছরেও আমরা আমাদের পোর্টফোলিও তৈরির কাজটি জারি রাখব। এর অর্থ হলো প্রতি মাসে নতুন গেম। দেশি গেম থেকে শুরু করে পুরস্কারপ্রাপ্ত হিট, আরপিজি, ন্যারেটিভ অ্যাডভেঞ্চার, পাজল গেম সব কিছুই থাকবে সেখানে। আপনাদের জন্য সেরা গেম নিয়ে আসতে আমরা বিশ্বের নামকরা স্টুডিওগুলোর সঙ্গে কাজ করছি।’