Home Technology ১০৮ মেগাপিক্সেলের ক্যামেরাসহ রিং লাইট রয়েছে এই ফোনে

১০৮ মেগাপিক্সেলের ক্যামেরাসহ রিং লাইট রয়েছে এই ফোনে

0
115

দেশের বাজারে নতুন ফোন এনেছে শাওমি। ‘রেডমি ১৩’ মডেলের ফোনটির পেছনে ১০৮ ও ২ মেগাপিক্সেলের দুটি ক্যামেরা রয়েছে। সেলফি তোলার জন্য রয়েছে ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা। ফোনটির ক্যামেরার পাশে রিং লাইট থাকায় কম আলোতেও ভালো মানের ছবি তোলা যায়। শুধু তাই নয়, ফোনটির ৩এক্স ইন-সেন্সর জুম সুবিধার ক্যামেরার লেন্স ব্যবহার করে দূরের ছবিও উন্নত রেজল্যুশনে তোলা সম্ভব। আজ এক সংবাদ বিজ্ঞাপ্তিতে এ তথ্য জানিয়েছে শাওমি বাংলাদেশ।

সংবাদ বিজ্ঞাপ্তিতে বলা হয়েছে, মিডিয়াটেক হেলিও জি ৯১ আলট্রা প্রসেসরে চলা ৬.৭৯ ইঞ্চি পর্দার ফোনটির ধারণক্ষমতা ১২৮ গিগাবাইট। সংস্করণভেদে ৬ ও ৮ গিগাবাইট র‍্যাম রয়েছে ফোনটিতে। ফলে দ্রুত বিভিন্ন কাজ করা যায়। ৫ হাজার ৩০ এমএএইচ ব্যাটারি সুবিধার ফোনটিতে ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা থাকায় ৭০ মিনিটের মধ্যেই ব্যাটারি পুরো চার্জ করা সম্ভব।

হাইপার ওএস (অ্যান্ড্রয়েড ১৪) অপারেটিং সিস্টেমে চলা ফোনটির পর্দার রিফ্রেশ রেট ৯০ হার্টজ। এর ফলে উন্নত রেজল্যুশনের ভিডিও দেখার পাশাপাশি স্বচ্ছন্দে গেম খেলা যায়। কালো, গোলাপি, সোনালি ও নীল রঙে তৈরি ফোনটির দাম ধরা হয়েছে সংস্করণভেদে ১৭ হাজার ৯৯৯ টাকা ও ১৯ হাজার ৯৯৯ টাকা (ভ্যাট ছাড়া)।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here