Home Technology প্রযুক্তির এই দিনে, ১৪ মে/ইনটেলের ৪৮৬ প্রসেসরের প্রতিদ্বন্দ্বী

প্রযুক্তির এই দিনে, ১৪ মে/ইনটেলের ৪৮৬ প্রসেসরের প্রতিদ্বন্দ্বী

0
160

১৪ মে ১৯৯২

ইনটেলের ৪৮৬ মাইক্রোপ্রসেসরের প্রতিদ্বন্দ্বী

ইনটেলের ৪৮৬ মাইক্রোপ্রসেসরকে টেক্কা দিতে নিজস্ব প্রসেসরের ঘোষণা দেয় যুক্তরাষ্ট্রের টেক্সাস ইনস্ট্রুমেন্টস। তাদের প্রসেসের নামও ৪৮৬। এটির নকশা করেছিল দ্য টেক্সাসের সাইরিক্স করপোরেশন। তবে টেক্সাস ইনস্ট্রুমেন্টের এ চেষ্টা সফল হয়নি। প্রসেসর বাজারে ইনটেলের ৪৮৬ মাইক্রোপ্রসেসরের দাপট কমাতে পারেনি টেক্সাসের প্রসেসর।

সূত্র: কম্পিউটার হিস্ট্রি ডটওআরজি

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here