খুলনাতে পলিটেকনিক/ডিপ্লোমা ছাত্র-ছাত্রীদের জন্য ইন্ডাস্ট্রিয়াল এটাচমেন্ট ট্রেনিংHAMKO_Future_Tech_Academy

৬ মে ১৯৪৯

প্রোগ্রাম করা প্রথম কম্পিউটার এডস্যাক প্রথম গণনা করে  
১৯৪৯ সালের ৬ মে দ্য এডস্যাক নামের ব্রিটিশ কম্পিউটার প্রথমবারের মতো গণনা করে। এটি প্রথম ব্যবহারিক কম্পিউটার, যেটিতে প্রোগ্রাম সংরক্ষণ (স্টোর করা) করা যায়। যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের মরিস উইকস এটি সংযোজন করেন।

ভিন্ন ভাষায় ওয়েব ঠিকানা
লাতিন হরফেই ওয়েব ঠিকানা লেখা হতো। ২০১০ সালের ৬ মে প্রথম লাতিন ছাড়া ভিন্ন কোনো ভাষায় লেখা হলো ওয়েব ঠিকানা। সেই ভাষা ছিল আরবি।

অ্যাডোবির ক্লাউড গ্রাহকসেবা শুরু
আজ থেকে ১০ বছর আগে ২০১৩ সালের ৬ মে সফটওয়্যার নির্মাতা অ্যাডোবি তাদের জনপ্রিয় গুচ্ছ সফটওয়্যার ‘ক্রিয়েটভ স্যুট বান্ডেলস’ বিক্রি বন্ধের ঘোষণা দেয়

৬ মে ১৯৪৯
প্রোগ্রাম করা প্রথম কম্পিউটার এডস্যাক প্রথম গণনা করে  
১৯৪৯ সালের ৬ মে দ্য এডস্যাক নামের ব্রিটিশ কম্পিউটার প্রথমবারের মতো গণনা করে। এটি প্রথম ব্যবহারিক কম্পিউটার, যেটিতে প্রোগ্রাম সংরক্ষণ (স্টোর করা) করা যায়। যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের মরিস উইকস এটি সংযোজন করেন। যদিও ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ে এই কম্পিউটার সংযোজন করা হয়েছিল, তবে সেটি বাস্তব কাজে ব্যবহারের জন্য যথেষ্ট ছিল না। এডস্যাকে প্রোগ্রামিং করার জন্য উইকস ছোট ছোট প্রোগ্রামের একটা সংগ্রহ (লাইব্রেরি) পাঞ্চড পেপার টেপে তৈরি নেন। এই কম্পিউটার প্রতি সেকেন্ড ৭১৪টি কাজ করতে পারত।
এডস্যাক বা ইলেকট্রনিক ডিলে স্টোরেজ অটোমেটিক ক্যালকুলেটরকে পৃথিবীর প্রথম পূর্ণ আকারের প্রোগ্রাম করা কম্পিউটার হিসেবে ধরা হয়।

৬ মে ২০১০
ভিন্ন ভাষায় ওয়েব ঠিকানা
লাতিন হরফেই ওয়েব ঠিকানা লেখা হতো। ২০১০ সালের ৬ মে প্রথম লাতিন ছাড়া ভিন্ন কোনো ভাষায় লেখা হলো ওয়েব ঠিকানা। সেই ভাষা ছিল আরবি। এদিন মিসর, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত প্রথমবারের মতো আরবিতে ওয়েব ঠিকানা লেখা চালু করে।

৬ মে ২০১৩

অ্যাডোবির ক্লাউড গ্রাহকসেবা শুরু
আজ থেকে ১০ বছর আগে ২০১৩ সালের ৬ মে সফটওয়্যার নির্মাতা অ্যাডোবি তাদের জনপ্রিয় গুচ্ছ সফটওয়্যার ‘ক্রিয়েটভ স্যুট বান্ডেলস’ বিক্রি বন্ধের ঘোষণা দেয়। এর বদলে সফটওয়্যারগুলো ব্যবহারের জন্য ক্রিয়েটিভ ক্লাউড সাবস্ক্রিপশন চালু করে। অর্থাৎ গ্রাহক হয়ে অনলাইন থেকে অ্যাডোবির এই সফটওয়্যারগুলো ব্যবহার করার সুবিধা চালু হয়।
একই দিনে (৬ মে ২০১৩) অ্যাডোবি ফায়ারওয়ার্কস সফটওয়্যারটি বন্ধ করে দেওয়ার ঘোষণাও আসে।

Hamko ICT Ltd. is a Bangladeshi tech company having primarily focused on software development service in home and abroad. HAMKO_ICT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here