চলছে বৈশাখ মাস। আকাশে মাঝেমধ্যেই মেঘের আনাগোনা। হতে পারে বৃষ্টি। বৃষ্টিতে অসাবধানতায় হাতের স্মার্টফোনের হতে পারে বড় কোনো ক্ষতি। তাই স্মার্টফোনের সুরক্ষায় থাকতে হবে সতর্ক। অভিজ্ঞ টেকনিশিয়ানদের পরামর্শ অনুযায়ী এই বিষয়গুলো খেয়াল রাখতে পারেন।
- স্মার্টফোন পানিরোধক ব্যাগে বহন করতে পারেন। এতে পানিতে ভেজার আশঙ্কা কম থাকবে।
- সঙ্গে রাখতে পারেন সাধারণ পলিব্যাগ। বৃষ্টি এলে এই পলিব্যাগই হতে পারে স্মার্টফোনের রক্ষাকবচ।
- পাউচ কভার কিনে সঙ্গে রাখতে পারেন। বৃষ্টির সময় এই কভার স্মার্টফোন খারাপ হওয়া থেকে রক্ষা করবে।
- সঙ্গে রাখতে পারেন সিলিকা জেলও। এই জেল যেকোনো বস্তুকে শুকনা রাখতে সাহায্য করে।
- প্রয়োজনে স্মার্টফোনের তথ্য ক্লাউড স্টোরেজে সেভ করে রাখতে পারেন। বৃষ্টির সময় কথা বলার ক্ষেত্রে স্মার্টফোন বের না করে কথা বলতে ব্যবহার করতে পারেন ব্লুটুথ ইয়ার ফোন।
যদি ভিজে যায় স্মার্টফোন তবে…
প্রথমেই সুইচ অফ করে দিন। ভেতরের যন্ত্রগুলো কাজ করা বন্ধ করে দেবে। এতে বৃষ্টির পানি ঢুকলেও কিছুটা রক্ষা পেতে পারে সাধের স্মার্টফোন।
- দ্রুত ব্যাটারি, সিমকার্ড ও মেমোরি কার্ড খুলে নিন।
- যত দ্রুত সম্ভব শুকনা কাপড় দিয়ে মুছে নিন। ভুলেও হেয়ার ড্রায়ার দিয়ে শুকাতে যাবেন না। এতে ভেতরে অংশগুলো গলে যেতে পারে।
- যদি পর্দায় স্ক্রিন প্রটেক্টর লাগানো থাকে তবে সেটাও খুলে নতুন একটা লাগাতে পারেন।
- ভালো করে মুছে নেওয়ার পর সিম কার্ড ও মেমোরি কার্ড ঢোকাতে হবে। তবে ২৪ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি লাগানো যাবে না।
- এরপরও যদি স্মার্টফোন চালু না হয় তবে দ্রুত সার্ভিস সেন্টারে নিয়ে যান।
- চাইলে কিনতে পারেন বৃষ্টির পানি প্রতিরোধক স্মার্টফোন। এখন অনেক স্মার্টফোনে ‘ওয়াটার ইজেক্ট’ বা ‘ওয়াটার লক’ সুবিধা থাকে। এই ফোনগুলো ফোনের মধ্যে থেকে পানি বের করে দিতে পারে।