ঘৃণা ছড়ানো টুইটে লেবেল দেখাবে টুইটার

0
129
খুলনাতে পলিটেকনিক/ডিপ্লোমা ছাত্র-ছাত্রীদের জন্য ইন্ডাস্ট্রিয়াল এটাচমেন্ট ট্রেনিংHAMKO_Future_Tech_Academy

টুইটারের নিয়ম ভঙ্গ করলে টুইট প্রদর্শন সীমাবদ্ধ করা হয়। এখন এ ধরনের নিয়ম লঙ্ঘনে টুইট বার্তায় নতুন একটি লেবেল দেখাবে টুইটার। টুইটারের ‘হেইটফুল কনডাক্ট পলিসি’ লঙ্ঘন করলে নতুন এ লেবেল প্রদর্শন করা হবে। সম্প্রতি প্রকাশিত এক ব্লগ পোস্টে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।

টুইট বার্তার পাশে লেবেল প্রদর্শন করার পর ব্যবহারকারীর কোনো অভিযোগ থাকলে তা জানানোর সুযোগও রয়েছে। পরবর্তী সময়ে এ অভিযোগ পর্যালোচনা করে খতিয়ে দেখবে টুইটার কর্তৃপক্ষ। এ ছাড়া যেসব টুইটে বিষয়বস্তুর পাশে এই লেবেল যুক্ত থাকবে, সেগুলোতে বিজ্ঞাপন প্রদর্শিত হবে না। এ লেবেলটি সবাই দেখতে পারবেন।

টুইটারের অন্যান্য নিয়ম ভঙ্গের ক্ষেত্রেও এ রকম লেবেল যোগের পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির। এর আগে টুইটার প্রধান ইলন মাস্ক ঘৃণাত্মক টুইট বার্তা নিরুৎসাহিত করা হবে বলে জানিয়েছেন। নতুন পদক্ষেপ এ ঘোষণার অংশ হতে পারে।

উল্লেখ্য, টুইটারের নিয়ম লঙ্ঘন হলে বর্তমানে টুইট বার্তা প্রদর্শন সীমাবদ্ধ করা হয়। এটি ভিজিবিলিটি ফিল্টারিং নামেও পরিচিত।

সূত্র: দ্য ভার্জ

Hamko ICT Ltd. is a Bangladeshi tech company having primarily focused on software development service in home and abroad. HAMKO_ICT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here