স্মার্টফোনের পাশাপাশি টেলিভিশনের বড় পর্দায় টিকটক ব্যবহারের সুযোগ দিতে বাংলাদেশেও নিজেদের টিভি অ্যাপ চালু করেছে টিকটক। তাই এখন থেকে টিকটক টিভি অ্যাপ কাজে লাগিয়ে স্মার্ট টেলিভিশনে টিকটক ভিডিও দেখা যাবে। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে চীনের ভিডিওভিত্তিক এই সামাজিক যোগাযোগমাধ্যমটি।
টিকটক টিভি অ্যাপ চালুর ফলে টেলিভিশনের বড় পর্দায় টিকটকের ‘ফর ইউ’ এবং ‘ফলোয়িং’ ফিডের ভিডিওগুলো দেখা যাবে। ফিডগুলোতে বিভিন্ন বিষয়ের সবচেয়ে জনপ্রিয় ভিডিওগুলো দেখার সুযোগ মিলে থাকে। ফলে টিকটকের সাম্প্রতিক সময়ের জনপ্রিয় ভিডিওগুলো টেলিভিশনের পর্দায় দেখার সুযোগ মিলবে। তবে ব্যবহারকারীরা চাইলে নিজেদের অ্যাকাউন্টের মাধ্যমে অ্যাপটিতে লগ–ইন করে টিকটকে থাকা সব ভিডিও দেখতে পারবেন।
বর্তমানে ১০০ কোটির বেশি ব্যবহারকারী রয়েছে টিকটকে। বাংলাদেশে টিকটকের সব সুবিধা চালু করতেই অ্যাপটি উন্মুক্ত করা হয়েছে বলে জানিয়েছে টিকটক কর্তৃপক্ষ। অ্যান্ড্রয়েড টিভি, এলজি স্মার্ট টিভি (২০১৮, ওয়েবওএস ৪.০ ও নতুন মডেল), স্যামসাং টিভি, অ্যামাজন ফায়ার টিভি এবং গুগল টিভিতে অ্যাপটি নামিয়ে ব্যবহার করা যাবে।