চট্টগ্রামে ‘বিগ ২০২৩’ অ্যাক্টিভেশন ক্যাম্পেইন অনুষ্ঠিত

0
114
খুলনাতে পলিটেকনিক/ডিপ্লোমা ছাত্র-ছাত্রীদের জন্য ইন্ডাস্ট্রিয়াল এটাচমেন্ট ট্রেনিংHAMKO_Future_Tech_Academy

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতায় বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের অধীনে উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমী প্রতিষ্ঠাকরণ প্রকল্প (আইডিয়া) ‘বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্ট (বিগ) ২০২৩’ এর অ্যাক্টিভেশন ক্যাম্পেইন করেছে।

রোববার (১৬ এপ্রিল) দেশের দ্বিতীয় বৃহত্তম শহর বন্দরনগরী চট্টগ্রামের বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল সফটওয়্যার টেকনোলজি পার্কে এটি অনুষ্ঠিত হয়।

স্টার্টআপ চট্টগ্রামের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্পের পরিচালক ও যুগ্ম সচিব মো. আলতাফ হোসেন। তিনি বলেন, চট্টগ্রাম শহরে বেশ দ্রুততার সাথে স্টার্টআপ সংস্কৃতি গড়ে উঠছে এবং নতুন স্টার্টআপ কোম্পানিগুলো বিভিন্ন সম্ভাবনাময় উদ্যোগ গ্রহণের মাধ্যমে নিত্য-নতুন সমাধান প্রদান করছে। চট্টগ্রামের উন্নয়নের জন্য যুবসমাজ ও তরুণদের অগ্রণী ও শক্তিশালী ভূমিকা পালন করতে হবে বলেও তিনি মন্তব্য করেন।

নলেজ বেইজড ইকোনমি এবং স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে তরুণদের গুরুত্ব তুলে ধরার পাশাপাশি তাদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। সবশেষে ২২ এপ্রিলের মধ্যে উদ্যোক্তাদের ‘বিগ ২০২৩’ এর ওয়েবসাইটে প্রবেশ করে নিবন্ধনের জন্য বিশেষ অনুরোধ জানান।

BIGক্যাম্পেইনে ‘বিগ ২০২৩’ এর বিস্তারিত তুলে ধরেন এর মুখ্য সমন্বয়ক ও আইডিয়া প্রকল্পের জ্যেষ্ঠ পরামর্শক সিদ্ধার্থ গোস্বামী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইডিয়া প্রকল্পের পরামর্শক ও ‘বিগ ২০২৩’ এর টেকনোলজি বিষয়ক সহযোগী সমন্বয়ক আবুল কালাম এহসানুল আজাদ, স্টার্টআপ চট্টগ্রামের ফাউন্ডার আরাফাতুল ইসলাম আকিবসহ আরও অনেকে।

আইডিয়া প্রকল্প স্টার্টআপদের চমৎকার উদ্ভাবনী মানসিকতাকে উৎসাহ দেওয়ার জন্য চট্টগ্রামের বিভিন্ন স্টার্টআপ কমিউনিটি, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ক্লাব সদস্য এবং বিভিন্ন শ্রেণীর উদ্যোক্তাদের নিয়ে আয়োজন করে এই অ্যাক্টিভেশন ক্যাম্পেইন। ‘DARE TO STAND BIG’ প্রতিপাদ্য বিষয় নিয়ে আয়োজিত এই ক্যাম্পেইনে প্রায় শতাধিক উদ্যোক্তা অংশ নেন।

উল্লেখ্য, ‘বিগ ২০২৩’ এর পুরস্কার হিসেবে সেরা স্টার্টআপকে দেওয়া হবে ১ কোটি টাকা অনুদান। এছাড়া তালিকার সেরা ৫০ স্টার্টআপের প্রত্যেককে ১০ লক্ষ টাকা করে অনুদান দেওয়া হবে।

Hamko ICT Ltd. is a Bangladeshi tech company having primarily focused on software development service in home and abroad. HAMKO_ICT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here