Home Technology ফোন থেকে ডিলিট হওয়া ছবি সহজেই ফিরে পাবেন যেভাবে

ফোন থেকে ডিলিট হওয়া ছবি সহজেই ফিরে পাবেন যেভাবে

0
137

এখন সবার হাতেই স্মার্টফোন। আর সেটি ব্যবহার করে যখন তখন তোলা যায় ছবি, করা যায় ভিডিও। অনেকেই নিজেদের প্রতিটি স্মৃতি সুরক্ষিত রাখতে ছবি তুলে রাখতে পছন্দ করেন। কিন্তু যখন ফোনের স্টোরেজ পূর্ণ হতে শুরু করে তখন তা ফাঁকা করার প্রয়োজন হয়। এমন পরিস্থিতিতে অনেক সময় প্রয়োজনীয় ছবিও ফোন থেকে ডিলিট হয়ে যায়। এমন হলেই মনখারাপ করার কোনো প্রয়োজন নেই। কারণ অ্যান্ড্রয়েড ফোন থেকে কোনো ছবি ডিলিট হয়ে গেলে তা পুনরুদ্ধার করা যায় খুব সহজেই।

কেউ যদি নিজের ফোনে গুগল ফটোস ব্যাকআপ চালু করে রাখেন তাহলে ডিলিট হয়ে যাওয়া ফটোগুলো খুব সহজেই পুনরুদ্ধার করা যেতে পারে। এক নজরে নেওয়া যাক এটি চালু করার উপায়–

স্টেপ ১ – প্রথমে অ্যান্ড্রয়েড ফোনের গুগল ফটোস অ্যাপে যেতে হবে।

স্টেপ ২ – এরপর স্ক্রিনের নিচে থাকা ‘লাইব্রেরি’ অপশনে ক্লিক করতে হবে।

স্টেপ ৩ – এরপর ‘ট্রাশ’ ফোল্ডার অপশনে ক্লিক করতে হবে।

স্টেপ ৪ – এরপর যে ফটোগুলো পুনরুদ্ধার করতে চান তা বেছে নিতে হবে।

স্টেপ ৫ – এরপর ‘রিস্টোর’ অপশনে ক্লিক করতে হবে।

এভাবে ডিলিট হয়ে যাওয়া ছবি আবার ফোনের গ্যালারিতে ফিরে আসবে। কিন্তু ফটো ব্যাকআপ ব্যবহার না করে, অন্য পদ্ধতি অবলম্বন করেও ডিলিট হয়ে যাওয়া ছবি খুব সহজেই ফিরে পাওয়া সম্ভব। এর জন্য গুগল প্লে স্টোর থেকে একটি ফটো রিকভারি অ্যাপ ডাউনলোড করতে হবে।

গুগল প্লে স্টোরে বিভিন্ন ধরনের ফটো রিকভারি অ্যাপ রয়েছে, যেগুলো ব্যবহার করে ডিলিট করা ফটো ফিরিয়ে আনা যায়। এক নজরে দেখে নেওয়া যাক সেই উপায়–

স্টেপ ১ – গুগল প্লে স্টোর থেকে ফটো রিকভারি অ্যাপ ডাউনলোড করে ফোনে ইন্সটল করতে হবে।

স্টেপ ২ – অ্যাপটি ইন্সটল করার পর ডিভাইসের স্টোরেজে অ্যাক্সেস দেওয়ার বিষয়টি নিশ্চিত করতে হবে।

স্টেপ ৩ – এরপর সেখান থেকে ফটোগুলো নির্বাচন করতে হবে, যা ইউজার পুনরুদ্ধার করতে চান।

স্টেপ ৪ – এরপর সেই স্টোরেজ লোকেশন নির্বাচন করতে হবে, যা স্ক্যান করতে চান।

স্টেপ ৫ – এরপর স্ক্যান শুরু হলে সেটি শেষ হওয়ার জন্য অপেক্ষা করতে হবে।

স্টেপ ৬ – এরপর যে ফটোগুলো পুনরুদ্ধার করতে চান ইউজার তা নির্বাচন করতে হবে এবং ‘রিস্টোর’ অপশনে ক্লিক করতে হবে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here