নভেম্বরে সফটওয়্যার কোম্পানি ওপেনএআই’র তৈরি চ্যাটবট চ্যাটজিপিটি’র আত্মপ্রকাশের পর থেকেই বৈশ্বিকভাবে জেনারেটিভ এআই নিয়ে আগ্রহ বেড়েছে।
এবার নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক ব্যবস্থা চালুর ঘোষণা দিলো চীনা প্রযুক্তি জায়ান্ট আলিবাবা। চ্যাটিজিপিটি’র মতো কাজ করা সম্ভাব্য নতুন এই পণ্যের নাম ‘টংগি কিয়ানওয়েন’।
কোম্পানির ক্লাউড কম্পিউটিং বিভাগ বলছে, ‘অদূর ভবিষ্যতে’ তারা এই চ্যাটবটকে আলিবাবার বিভিন্ন ব্যবসায় সমন্বিত করবে। তবে, তারা এর সম্ভাব্য সময় সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য দেয়নি বলে প্রতিবেদনে বলেছে বিবিসি।
সাম্প্রতিক মাসগুলোয় গোটা বিশ্বে বিভিন্ন প্রযুক্তি কোম্পানি নিজস্ব ‘জেনারেটিভ এআই চ্যাটবট’ আত্মপ্রকাশ করেছে।
এই বছরের শুরুতে আলিবাবা জানায়, তারা চ্যাটজিপিটি’র প্রতিদ্বন্দ্বী ব্যবস্থা নিয়ে কাজ করছে।
‘টংগি কিয়ানওয়েন’ শব্দের সম্ভাব্য মানে দাঁড়ায় ‘হাজার প্রশ্ন করে উত্তর খোঁজা’। তবে, এই নামের কোনো ইংরেজি রূপ দেয়নি আলিবাবা।
“আমরা জেনারেটিভ এআই ও ক্লাউড কম্পিউটিং চালিত এক প্রযুক্তিগত ক্রান্তিকালে রয়েছি।” –টংগি কিয়ানওয়েন আত্মপ্রকাশের সময় বলেন আলিবাবার চেয়ারম্যান ও প্রধান নির্বাহী ড্যানিয়েল ঝ্যাং।
কোম্পানি বলেছে, নতুন এই চ্যাটবট ইংরেজির পাশাপাশি চীনা ভাষাতেও কাজ করতে পারে। আর প্রাথমিকভাবে এটি আলিবাবার ওয়ার্কপ্লেস মেসেজিং অ্যাপ ‘ডিংটক’-এ যুক্ত করা হবে।
পাশাপাশি, কোনো বৈঠকের কথোপকথন লিখিত নোটে রূপান্তর, ইমেইল লেখা ও ব্যবসায়িক প্রস্তাবনার খসড়া তৈরি’সহ চ্যাটবটটি বেশ কিছু সংখ্যক কার্যক্রম পরিচালনা করতে পারে বলে জানিয়েছে কোম্পানিটি।
আলিবাবা বলেছে, অ্যামাজনের ‘অ্যালেক্সা’র সঙ্গে মিল থাকা কোম্পানির ভয়েস অ্যাসিস্ট্যান্ট স্মার্ট স্পিকার ‘টিমল জিনি’তেও এই ব্যবস্থা সমন্বিত হবে।
নভেম্বরে সফটওয়্যার কোম্পানি ওপেনএআই’র তৈরি চ্যাটবট চ্যাটজিপিটি’র আত্মপ্রকাশের পর থেকেই বৈশ্বিকভাবে জেনারেটিভ এআই নিয়ে আগ্রহ বেড়েছে।
জেনারেটিভ এআই অতীতের ডেটা থেকে শিখতে ও বিভিন্ন এমন কনটেন্ট তৈরি করতে পারে, যা মানুষের কাজ থেকে আলাদা করা যায় না।
চ্যাটজিপিটি বিভিন্ন প্রশ্নের স্বাভাবিক, মানুষের মতো ভাষায় জবাব দিতে পারে। পাশাপাশি, ২০২১ সাল ও এর আগের ইন্টারনেট ডেটাবেইজ ব্যবহার করে বিভিন্ন লেখার ধরনও নকলও করতে পারে এটি।
এই প্রযুক্তির পেছনে শত কোটি ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছে মাইক্রোসফট। আর ফেব্রুয়ারিতে কোম্পানির বিং সার্চ ইঞ্জিনেও এটি যোগ করা হয়।
মার্কিন এই সফটওয়্যার জায়ান্ট আরও বলেছে, তারা চ্যাটজিপিটির একটি সংস্করণ ‘ওয়ার্ড’, ‘এক্সেল’, ‘পাওয়ারপয়েন্ট’ ও ‘আউটলুক’সহ নিজস্ব ‘অফিস’ অ্যাপে যোগ করবে।
অ্যালফাবেট মালিকানাধীন গুগল ও চীনা প্রযুক্তি জায়ান্ট বাইদুও নিজস্ব এআই মডেলের ঘোষণা দিয়ে একই ধরনের চ্যাটবট এনেছে।
গত মাসে ‘মানবতার জন্য হুমকি’র শঙ্কায় এই ধরনের শক্তিশালী এআই ব্যবস্থা স্থগিত করার আহ্বান জানান প্রযুক্তি শিল্পের শীর্ষস্থানীয় ব্যক্তিত্বরা
কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবস্থার সম্ভাব্য ঝুঁকি নিয়ে সতর্কবার্তা দেওয়া ওই খোলা চিঠিতে স্বাক্ষর করা ব্যক্তিদের মধ্যে ছিলেন টুইটারের মালিক ইলন মাস্ক ও অ্যাপলের সহ-প্রতিষ্ঠাতা স্টিভ ওজনিয়াক। পাশাপাশি তারা এটিও বলেন, এআই ব্যবস্থা তৈরির দৌড় নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে।
এদিকে, বিনিয়োগ কোম্পানি ‘গোল্ডম্যান স্যাকস’-এর সাম্প্রতিক প্রতিবেদনের অনুমান বলছে, এআই ৩০ কোটি পূর্ণকালীন চাকরীর জায়গা নিতে পারে।
এই মাসের শুরুতে প্রথম পশ্চিমা দেশ হিসেবে চ্যাটজিপিটি নিষিদ্ধ করে ইতালি। এর কারণ হিসেবে প্রাইভেসি নিয়ে শঙ্কার বিষয়টি উল্লেখ করেছে দেশটির ডেটা সুরক্ষা কর্তৃপক্ষ।