আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আপনি কি একজন স্টুডেন্ট তাহলে আজকের আর্টিকেলটি আপনার জন্যেই বিশেষ করে লেখা। এই আর্টিকেল গুগল প্লে স্টোরের হাজার হাজার অ্যাপস গুলোর মাঝে থেকে স্টুডেন্টদের জন্য ৫টি সেরা অ্যান্ড্রয়েড অ্যাপ সম্পর্কে জানাবো। এই অ্যাপ গুলো একজন ছাত্রকে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ভাবে কাজ আসতে পারে।

স্টুডেন্টদের জন্য ৫টি সেরা অ্যান্ড্রয়েড অ্যাপ

শুধু অ্যাপ গুলো স্টুডেন্টদের জন্যই যে তৈরী সেটা না, স্টুডেন্টদের জন্য এবং অন্য মানুষদের জন্যেও তৈরী করা। এর মধ্যে থেকে যেকোন একটি অ্যাপ আপনার কাজে আসতেই পারে তো চলুন শুরু করা যাক।

১। Stay Focused – App & Website Block | Usage Tracker

আমরা অনেক সময় চাই নিজের পড়ালেখা বা অন্য কাজে ঠিক মতো মন বসাতে কিন্তু বর্তমান অবস্থা এমন হয়ে গেছে যে সবার হাতে হাতে একটি করে স্মার্টফোন রয়েছে। আর এই স্মার্টফোন গুলো ব্যবহারে আমরা এতোটাই আসক্ত যে একবার যদি ৫-১০ মিনিটের জন্য ফেসবুক বা ইউটিউবের মধ্যে প্রবেশ করি সেটা থেকে বের হতে হতে ঘন্টার পার করে দেয়। এইভাবে পড়ালেখার ও অন্য প্রোডাক্টিভ কাজের ১২টা বেজে যায় এই থেকে মুক্তির জন্য সেরা একটি অ্যান্ড্রয়েড অ্যাপ হলো Stay Focused – App & Website Block | Usage Tracker. কখনো যদি আমরা  চেষ্টা করি ফেসবুক ফোনটা রেখে পড়াশুনা করার তখন নোটফিকেশনা আমাদের কে যেন হাতছানি দিয়ে ডাকাডাকি করে।

ফলে আমরা যে কাজে সঠিক ভাবে মনোযোগ দিয়ে কাজ করার কথা সেটা হয় না কিন্তু ঘন্টার পর ঘন্টা সময় কেটে যায় ইন্টারনেটে। এই অবস্থা থেকে কিছুটা হলেও মুক্তি পাওয়ার জন্য Stay Focused অ্যাপটি ব্যবহার করতে পারেন। অ্যাপটি কে আপনি সেলফ কন্ট্রোল অ্যাপ ও বলতে পারেন, এটি দ্বারা আপনি আপনার পড়াশোনা বা অন্য যেকোন প্রোডাক্টিভ কাজে ফোকাস থাকার কাজে ব্যবহার করতে পারেন। বিভিন্ন অ্যাপ ও ওয়েবসাইট ব্লক করে রাখতে পারবেন এছাড়াও আরো ফিচার আছে সেই গুলো ইনস্টল করে ব্যবহার করলেই দেখতে পারবেন।

Stay Focused App অ্যাপ যেভাবে আপনাকে সাহায্য করতে পারে

  • স্মার্টফোন ব্যবহারের আসক্তি থেকে রক্ষা পেতে সাহায্য করবে।
  • যে অ্যাপ বা ওয়েবসাইট গুলো আপনার মনোযোগ নষ্ট করে সেই গুলো ব্লক করে রাখতে সাহায্য করবে।
  • বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাপে কতক্ষণ সময় অতিবাহিত করলেন সেটি দেখতে পারবেন।
  • সোশ্যাল মিডিয়া অ্যাপ ও ওয়েবসাইট ব্লক করে রাখতে পারবেন।
  • নিজের ইচ্ছা মতো সার্চ কীওয়ার্ড গুলো ব্লক করে রাখতে পারবেন।
  • নিজের পছন্দ মতো অ্যাপ গুলোর নোটিফিকেশন ব্লক করে রাখতে পারবেন।
  • আপনার পরিবার বন্ধুবাদ্ধবের সাথে একটা ভালো সময় পার করতে সাহায্য করতে পারে।
  • অ্যাক্টিভিটি হিস্টোরি দেখতে পারবেন, কোন অ্যাপে কত সময় কি করেছেন ইত্যাদি জিনিস গুলো।
  • কোন একটি অ্যাপ নির্দিষ্টি টাইম সেট করে অফ রাখতে পারবেন।
  • আপনাকে পড়াশোনায় মনোযোগী করতে সাহায্য করবে
  • অভিভাবকের জন্য রয়েছে লক মোডঃ  for parental control

এক কথায় বলতে গেলে, নিজেকে পড়াশোনা বা অন্য কোন কাজে মনোযোগী করতে ও অনলাইন অযথা সময় অপচয়ের হাত থেকে রক্ষা এবং নিজেকে নিয়ন্ত্রণ করার সেরা অ্যান্ড্রয়েড অ্যাপ।

২। Photomath

Photomath নাম শুনেই হয়তো অনেকেই বুঝে গেছেন এই অ্যাপটির কাজ কি। অ্যাপটি দ্বারা আপনি গণিতের যেকোন অংকের ছবি তুললে অ্যাপটি সেই অংকের সমাধান দিয়ে দিবে। সমাধান তো দিবেই সেই সাথে ধাপে ধাপে বুঝিয়ে দিবে কোন লাইন থেকে কি আসল ইত্যাদি বিষয়।অ্যাপটি সম্পর্কে আর কিছু বলছি না টুক করে নিজে ইনস্টল দিয়ে ফেলুন। আমার আবার ম্যাথ নাম শুনলেই ভয় লাগে, প্রচন্ড ভয় লাগে তাই বেশি কিছু বলার নাই অ্যাপ নিয়ে ইনস্টল করুন আসা করি আপনার কাজে আসবে।

৩। CamScanner

CamScanner অ্যাপটি ব্যবহার করার মাধ্যমে আপনার অ্যান্ড্রয়েড মোবাইলে একটি পোর্টেবল স্ক্যানার মেশিন বানিয়ে নিতে পারেন। অ্যাপটি দ্বারা কোন কাগজ পত্রের ছবি তোলার মাধ্যমে সেটিকে স্ক্যান করে রাখতে পারবেন পিডিএফ হিসাবে। কিন্তু এই অ্যাপটি স্টুডেন্টদের কি ভাবে কাজে আসবে? অ্যাপটি শুধু স্টুডেন্ট না একজন সাধারণ মানুষ বা অফিস চাকরি করা ব্যক্তিদেরও কাজে কাজে আসবে। এটি দ্বারা আপনার গুরুত্বপূর্ণ সব ডকুমেন্ট স্ক্যান করে মোবাইলে সেভ করে রাখতে পারেন। এখন ফিরে আসি স্টুডেন্টরা কিভাবে CamScanner অ্যাপটি কাজে লাগাতে পারেন সেতি নিয়ে।

আমরা যেহেতু স্টুডেন্ট সেহেতু আমাদের কাছে আমাদের শিক্ষা সম্পর্কিত ডকুমেন্ট যেমনঃ সার্টিফিকেট, প্রবেশ পত্র, মার্ক শিট, নোট ইত্যাদি অনেক গুরুত্বপূর্ণ হয়ে থাকে। এটি আমাদের বিভিন্ন কাজে অনেক সময় লেগে যায় যার ফলে এই ডকুমেন্ট গুলো আমাদের ভালোভাবে সংরক্ষণ করতে হয়। আবার অনেক সময় দেখা গেছে কোন কাজে গিয়েছি ঐ সময় একটা ডকুমেন্ট প্রয়োজন পড়ল তখন কি করবেন? আবার বাসায় এসে নিয়ে যেতে হবে শুধু মাত্র একটা ফটোকপি করে জমা দেওয়ার জন্য।

ঠিক এই জায়গাতে কাজে আসবে CamScanner অ্যাপটি। আপনি আপনার গুরুত্বপূর্ণ ডকুমেন্ট গুলো Camscanner অ্যাপটি ব্যবহার করে স্ক্যান করে পিডিএফ ভার্শন করে রাখবেন তারপর মোবাইলের মেমোরিতে রাখবেন সেই সাথে গুগল ড্রাইভে একটা ফোল্ডার করে সেখানে আপলোড করে রাখবেন। ফলে যেখানেই থাকেন না কেন আপনার মোবাইলটি থাকলে ড্রাইভ থেকে ডাউনলোড করে পিন্ট কপি যেকোন কম্পিউটার দোকান থেকে বের করে নিতে পারবেন।

এছাড়াও আরো কিছু টুলস রয়েছে ক্যাম স্ক্যানার অ্যাপের মধ্যে যেমনঃ ছবি থেকে টেক্সট বের করার, পিডিএফ শেয়ার করা, পডিএফ টু ওয়ার্ড কনভার্ট করা ইত্যাদি সব ফিচার। মোবাইল দিয়ে স্ক্যান করার জন্য সেরা অ্যান্ড্রয়েড অ্যাপটি ব্যবহার করার জন্য গুগল প্লেস্টোর থেকে অ্যাপ ডাউনলোড করতে পারেন।

৪। English Bangla Dictionary

স্টুডেন্টদের জন্য ৫টি সেরা অ্যান্ড্রয়েড অ্যাপের তালিকায় ৪ নাম্বার তালিকায় রয়েছে একটি ডিকশনারি অ্যাপ। অ্যাপের নাম হলো English Bangla Dictionary. একজন শিক্ষার্থীর জন্য ডিকশনারি অ্যাপ অনেক প্রয়োজনীয়। ইংরেজি ভাষা একটি ইন্টারন্যাশনাল ভাষা যেটি জানা আমাদের সবার জন্য গুরুত্বপূর্ণ আর এই ইংরেজি বলা বা লিখতে পারার জন্য প্রচুর ভোকাবলারি জানা প্রয়োজন। এছাড়াও পড়াশোনা করতে গিয়ে বা প্রতিদিনের জীবন যাত্রায় এমন কিছু ইংরেজি শব্দ এসে পড়ে যার মানে আমরা জানি তখন কাজে আসবে এই ডিকশনারি অ্যাপটি।

এই অ্যাপটি দ্বারা অফলাইনে Bangla To English Dictionary বা English To Bangla Dictionary হিসাবে ব্যবহার করতে পারবেন। ইংরেজি শিখতে আমাদের অনেক কাজে আসবে এই অ্যাপটি তো দেরি কিসের এখনি ইনস্টল করে ফেলুন এই অ্যাপটি।

৫। Google Keep

একজন স্টুডেন্ট হিসাবে আমাদের অনেক কিছুই নোট করার প্রয়োজন পড়তে পারে। নোট করার জন্য আমরা সাধারণত খাতা বা ডায়েরি তে লিখে রাখি এবং প্রয়োজনে পড়ে আবার সেটা বের করি দেখি। কিন্তু সব সময় আমাদের কাছে খাতা কলম না থাকলে আমাদের স্মার্টফোন কিন্তু থাকেই সেই সময় যদি কিছু নোট করার প্রয়োজন হয় তাহলে এই অ্যাপটি ব্যবহার করতে পারেন। Google Keep নাম শুনেই বুঝতে পারছেন এটি গুগলের তৈরী একটি অ্যাপ।

অন্য নোট অ্যাপ গুলো তে থেকে আমার কাছে গুগল কিপ বেশি প্রিয় এর অনেক গুলো কারণ রয়েছে তার মধ্য অন্যতম হলো সুন্দর ডিজাইন, টু ডু লিস্ট হিসাবেও ব্যবহার করতে পারবেন, ইমেজ নোট, ভয়েজ নোট, ড্রয়িং নোট, এলার্ট সিস্টেম, Sync ফিচার ইত্যাদি। এর মধ্যে আমার যে ফিচার ভালো লাগে সেটি হলো Sync ফিচার। আপনি যদি এই অ্যাপ দিয়ে কিছু নোট করেন তারপর যদি অ্যাপটি ডিলিট করেন তাহলেও আপনার নোট করা জিনিস হারাবে না কারণ এটি গুগল অ্যাকাউন্টের সাথে লিংকড হয়ে যায়।

আপনি যদি অফলাইন থাকা অবস্থায় কিছু নোট করেন আবার পরে ইন্টারনেট চালু করেন তাহলে সেটি অটো  ক্লাউডে সেভ হয়ে যাবে। এই ফিচার থাকার কারণে আপনার গুরুত্বপূর্ণ নোটস হারানোর ভয় থাকবে না আবার আপনি মোবাইলে তো অ্যাপ ব্যবহার করে এই সার্ভিস নিতে পারেন সাথে আপনি কম্পিউটারেও নোট গুলো দেখতে পারবেন এর জন্য https://keep.google.com এ যেতে  হবে। আরো সব ফিচার গুলো উপভোগ করতে অ্যাপটি ইনস্টল করে টেস্ট করে দেখুন।

আপনি যদি নোট করার জন্য সেরা অ্যান্ড্রয়েড অ্যাপ খুঁজে থাকেন তাহলে গুগল কিপ আপনার জন্য একটি বেস্ট চয়েস হতে পারে। সেই সাথে স্টুডেন্টদের জন্য সেরা একটি অ্যাপ তাদের গুরুত্বপূর্ণ পড়া লেখা বা যেকোন কিছু নোট করার জন্য।

বোনাস অ্যাপঃ ইংরেজি শেখার অ্যাপ

ইংরেজি শেখার আমাদের প্রত্যেকের জরুরি এই ইংরেজি ভাষা জানলে আমাদের কমিউনিকেশনের একটি স্কিল তৈরী হয়ে যাবে। আমাদের স্কুল কলেজে ইংরেজি বিষয়ে শিক্ষা দান করা হলেও সেই শিক্ষা শুধু পরীক্ষায় পাশ করার জন্য হয়ে থাকে। যার ফলে ইংরেজি বিষয়ে আমাদের ভয়ে থেকে যায় অনেক কঠিন মনে হয় আর সেই সাথে অনেকের শেখাও হয় না। যা হবার তা তো হচ্ছেই তাই বলে কি আমরা শিখবো না? অবশ্যই শিখবেন।  সহজে ইংরেজি শেখার অ্যাপ রয়েছে যার নাম Hello English এটি দ্বারা আপনি ধাপে ধাপে সহজেই ইংরেজি শিখতে পারবেন। অ্যাপটির মধ্যে অনেক ফিচার রয়েছে বাস্তবিক ভাবে ইংরেজি শেখার চর্চা করার জন্য অ্যাপটি আপনাদের কাজে লাগতে পারে।

আশা করি, স্টুডেন্টদের জন্য ৫টি সেরা অ্যান্ড্রয়েড অ্যাপ এর তালিকা আপনার কাছে ভালো লেগেছে। যদি এই আর্টিকেলটি ভালো লেগেই থাকে তাহলে পোস্টটি শেয়ার করতে ভুলবেন না। ততোদিন ভালো থাকুন , সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী কোন একটি টপিক নিয়ে।

At HAMKO Future Tech Academy We are dedicated to shaping the future of technology by equipping students with the skills and knowledge needed to excel in the dynamic world of industrial attachment and freelancing programsHAMKO Future Tech Academy

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here