Home Technology সাইবার হামলার কবলে ইন্টারনেট আর্কাইভ, ৩ কোটিরও বেশি পাসওয়ার্ড চুরি

সাইবার হামলার কবলে ইন্টারনেট আর্কাইভ, ৩ কোটিরও বেশি পাসওয়ার্ড চুরি

0
5

বড় ধরনের এক সাইবার হামলার কবলে পড়েছে ডিজিটাল লাইব্রেরি হিসেবে পরিচিত ইন্টারনেট আর্কাইভ। ভিডিও, ছবি, বই ও দলিল সংরক্ষণের জন্য আলোচিত যুক্তরাষ্ট্রভিত্তিক ইন্টারনেট আর্কাইভের ওয়েবসাইটটিতে ওয়েব্যাক মেশিনের মাধ্যমে বিভিন্ন ওয়েবসাইটের কয়েক দশক আগের পুরোনো ছবিও দেখা যায়। আর তাই বিশ্বের বিভিন্ন দেশ থেকে ইন্টারনেট আর্কাইভ নিয়মিত ব্যবহার করেন অনেকে। সাইবার হামলার ফলে ইন্টারনেট আর্কাইভের ৩ কোটির বেশি ব্যবহারকারীর ই–মেইল, নাম ও পাসওয়ার্ড চুরি হয়েছে বলে জানা গেছে। ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য চুরি যাওয়ার বিষয়টি স্বীকারও করেছেন ইন্টারনেট আর্কাইভের প্রতিষ্ঠাতা ব্রুস্টার কাহলে।

সাইবার হামলার বিষয়ে ব্রুস্টার কাহলে জানিয়েছেন, ইন্টারনেট আর্কাইভের ওয়েবসাইটের জাভাস্ক্রিপ্ট কোডে ডিস্ট্রিবিউটেড ডিনায়েল অব সার্ভিস বা ডিডিওএস আক্রমণের মাধ্যমে এ সাইবার হামলা চালানো হয়েছে। আপাতত সাময়িকভাবে ইন্টারনেট আর্কাইভের ওয়েবসাইট বন্ধ করে সিস্টেম ও নিরাপত্তা উন্নত করার কাজ করা হচ্ছে।

এসএন_ব্ল্যাক মেটা নামে হ্যাকারদের একটি দল এই সাইবার হামলা চালানোর দাবি করেছে। হ্যাকার দলটি জানিয়েছে, ইন্টারনেট আর্কাইভ মার্কিন প্রতিষ্ঠান বলে সাইবার হামলা চালানো হয়েছে। পাঁচ ঘণ্টা ধরে চালানো হয়েছে এই সাইবার হামলা।

সূত্র: এনডিটিভি

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here