দেশি স্টার্টআপ স্কুটের সঙ্গে ই-বাইক তৈরি করবে ওয়ালটন

0
154

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আইডিয়া প্রকল্পের অনুদান পাওয়া স্কুট লিমিটেডের সঙ্গে উন্নত প্রযুক্তির ই-বাইক তৈরি করবে ওয়ালটন। গতকাল বৃহস্পতিবার রাজধানীর বসুন্ধরায় ওয়ালটন ডিজিটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কার্যালয়ে এ উপলক্ষে চুক্তি করেছে প্রতিষ্ঠান দুটি। স্কুট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কাজী রিদওয়ান আহমেদ এবং ওয়ালটন ডিজিটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডে প্রধান বাণিজ্যিক কর্মকর্তা মো. তৌহিদুর রহমান চুক্তিপত্রে সই করেন। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের আইডিয়া প্রকল্প।

চুক্তি অনুযায়ী বাংলাদেশে পরিবেশবান্ধব এবং উন্নত প্রযুক্তির বৈদ্যুতিক (ইলেকট্রিক) বাইক তৈরি করা হবে। নতুন এ উদ্যোগের আওতায় বাংলাদেশেই উন্নতমানের ই-বাইক তৈরি করা হবে, যা দেশের ই-বাইকশিল্পকে প্রতিষ্ঠিত করতে ভূমিকা রাখবে।

উল্লেখ্য, সম্ভাবনাময় স্টার্টআপ প্রতিষ্ঠানগুলোকে অনুদান দেওয়ার পাশাপাশি ব্যবসা উন্নয়ন, প্রচার ও প্রসারেও সহায়তা করে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের আইডিয়া প্রকল্প। ২০১৬ সালে যাত্রা শুরু করা প্রকল্পটি এ পর্যন্ত ৩৮৫টি সম্ভাবনাময় স্টার্টআপকে ১০ লাখ টাকা করে অনুদান দিয়েছে।

At HAMKO Future Tech Academy We are dedicated to shaping the future of technology by equipping students with the skills and knowledge needed to excel in the dynamic world of industrial attachment and freelancing programsHAMKO Future Tech Academy

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here