অবসর সময়ে ইউটিউবে আকারে বড় ভিডিও বা সিনেমা দেখেন অনেকেই। দীর্ঘসময় ভিডিও দেখার সময় মাঝেমধ্যেই ভুলে স্মার্টফোনের পর্দায় চাপ পড়ে অন্য ভিডিও চালু হয় যায়। ফলে স্বচ্ছন্দে ভিডিও দেখায় বিঘ্ন ঘটে থাকে। এ সমস্যার সমাধানে ‘লক স্ক্রিন’ সুবিধা চালু করতে যাচ্ছে ইউটিউব। এরই মধ্যে এ সুবিধার কার্যকারিতা পরখ করছে ভিডিও দেখার জনপ্রিয় ওয়েবসাইটটি।
জানা গেছে, নতুন এ সুবিধা চালু হলে ইউটিউবে ভিডিও দেখার সময় পর্দায় ‘লক স্ক্রিন’ অপশন দেখতে পারবেন ব্যবহারকারী। এতে ট্যাপ করলেই সুবিধাটি চালু হয়ে যাবে। ফলে ভিডিও দেখার সময় পর্দায় চাপ পড়ে কোনো ভিডিও বন্ধ হবে না। ব্যবহারকারীরা চাইলেই ‘আনলক স্ক্রিন’ অপশনে ক্লিক করে ‘লক স্ক্রিন’ সুবিধা বন্ধ রাখতে পারবেন।
ইউটিউবের এক্সপেরিমেন্ট পেজে এ সুবিধার বিষয়ে বলা হয়েছে, ৫ আগস্ট পর্যন্ত ইউটিউব প্রিমিয়াম ব্যবহারকারীরা এ সুবিধা পরখ করার সুযোগ পাবেন। ব্যবহারকারীদের মতামত ও বিভিন্ন বিষয় হালনাগাদ করে এ সুবিধা উন্মুক্ত করা হবে। তবে এ সুবিধা শুধু প্রিমিয়াম না সব ব্যবহারকারীর জন্য উন্মুক্ত করা হবে, সে বিষয়ে কোনো তথ্য জানায়নি ইউটিউব কর্তৃপক্ষ।
নতুন এ সুবিধার পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই) কুইজ-সুবিধাও চালু করতে যাচ্ছে ইউটিউব। এ সুবিধা চালু হলে আইওএস ও অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহারকারীরা ইউটিউবে দেখা সর্বশেষ শিক্ষামূলক ভিডিওর বিষয়ে কুইজে অংশ নিতে পারবেন। এরই মধ্যে নির্দিষ্ট ব্যবহারকারীদের ওপর এ সুবিধার কার্যকারিতা পরখ করা হচ্ছে।
সূত্র: নাইনটুফাইভ ডটকম