ওয়েবসাইট দেখার বিভিন্ন ওয়েবসাইটে (ব্রাউজার) গিয়ে লেখা, ব্লগ, জার্নাল বা সংবাদ পড়া যায়। তবে ওয়েবসাইটে অনেক সময়ই বিজ্ঞাপন প্রদর্শনের ফলে পড়ায় বিঘ্ন ঘটে। আবার ওয়েবসাইটের পৃষ্ঠাসজ্জার কারণে লেখা পড়াতেও ব্যাঘাত ঘটে। ব্যবহারকারী চাইলে রিডিং মোড ব্যবহার করে বিজ্ঞাপনহীন লেখা পড়ার অভিজ্ঞতা নিতে পারেন। রিডিং মোডে ওয়েবসাইটের লেখাও সুপাঠ্য করে দেখানো হয়। শুধু তা-ই নয়, রিডিং মোড ওয়েবসাইটের লেখাও পড়ে শোনায়। দেখে নেওয়া যাক কীভাবে অ্যান্ড্রয়েড স্মার্টফোনে রিডিং মোড চালু করা যায়।
রিডিং মোড ব্যবহারের জন্য প্রথমে গুগল প্লে স্টোর থেকে রিডিং মোড অ্যাপ নামাতে হবে। এরপর রিডিং মোড অ্যাপে প্রবেশ করে নির্দেশনা অনুসরণ করে ফোন বা ফোনের সেটিংসে প্রবেশ করে অ্যাকসেসিবিলিটিতে যেতে হবে। সেখানে প্রদর্শিত অপশন থেকে ইনস্টলড অ্যাপস নির্বাচন করতে হবে। পরের পেজে থাকা অপশনের মধ্যে রিডিং মোড নির্বাচন করতে হবে। এরপর রিডিং মোডের পাশে থাকা টগলটি চালু করতে হবে। এরপর একটি পপআপ বক্স দেখা যাবে। এর নিচে থাকা অ্যালাউ বাটনে ট্যাপ করতে হবে। পরের পেজে প্রদর্শিত অপশন থেকে ট্যাপ অ্যাকসেসিবিলিটি বাটন নির্বাচন করে নিচে থাকা ওকে বাটন নির্বাচন করতে হবে।
সেটিংস থেকে রিডিং মোড চালু করার পর ব্রাউজার থেকে কাঙ্ক্ষিত ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। যে লেখা পড়তে হবে, সেটিতে যেতে হবে। এরপর নিচে ডান দিকে থাকা অ্যাকসেসিবিলিটি বাটনে প্রেস করলে নতুন একটি পপআপ পাতা চালু হবে। সেই পাতায় ওয়েবসাইটের লেখা আরও সুপাঠ্য করে দেখা যাবে। সেখানে কোনো বিজ্ঞাপন দেখা যাবে না। এ ছাড়া সেই পেজের নিচে মাঝখানে থাকা প্লে বাটনে প্রেস করলে এআই কণ্ঠ ওয়েবসাইটের লেখা পড়ে শোনাবে। কোথাও থামতে হলে প্লে বাটনে প্রেস করলে লেখা পড়া বন্ধ হবে। একইভাবে পুনরায় এআই দিয়ে লেখা পড়ে শোনানো চালু করা যাবে।তবে রিডিং মোড ব্যবহার করে শুধু ইংরেজি ভাষার লেখা শোনা যাবে।
সূত্র: টেকক্লুসিভ