অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা স্মার্টফোন ও ট্যাবলেট কম্পিউটার ধীরগতিতে কাজ করলে বা বিভিন্ন সমস্যা হলে ‘রিকভারি’ মোড ব্যবহার করেন অনেকেই। এটি মূলত অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম-নির্ভর একটি শক্তিশালী টুল। এটি কাজে লাগিয়ে সফটওয়্যারের ত্রুটি, রম ইনস্টলেশন, বুট লুপস এবং সিস্টেম ক্র্যাশের মতো বিভিন্ন সমস্যার সমাধান করা যায়। টুলটি ব্যবহার করে চাইলে ফোন বা ট্যাবলেট কম্পিউটার ফ্যাক্টরি রিসেট করার পাশাপাশি সিস্টেম ক্র্যাশের মতো বিভিন্ন ত্রুটি মেরামত করা সম্ভব। অ্যান্ড্রয়েডের রিকভারি মোড ব্যবহারের পদ্ধতি দেখে নেওয়া যাক।
অ্যান্ড্রয়েডের রিকভারি মোড ব্যবহারের জন্য প্রথমেই স্মার্টফোন বন্ধ করতে হবে। এরপর ফোনের পাওয়ার বাটন ও ভলিউমের নিচের বাটন একসঙ্গে কিছুক্ষণ চেপে ধরে রাখলেই বিভিন্ন অপশন দেখা যাবে। এরপর ভলিউম বাটনে ক্লিক করে ‘রিকভারি মোড’ অপশন নির্বাচন করতে হবে। এবার সমস্যার ধরন অনুযায়ী রিবুট, বুটলোডার, ফ্যাক্টরি রিসেট, রিকভারি লগস, পাওয়ার অফ অপশন নির্বাচন করতে হবে।