ব্যক্তিগত বা কাজের প্রয়োজনে অনলাইনে নিয়মিত ভিডিও কল করেন অনেকেই। কিন্তু চলতি পথে হঠাৎ করে বন্ধু বা পরিচিতদের কেউ ভিডিও কল করলে বেশ বিব্রত হতে হয়। এ সমস্যা সমাধানে ভিডিও কলে অ্যাভাটার (ছবি বা ইমোজি) ব্যবহারের সুযোগ চালু করেছে মেটার মালিকানাধীন ইনস্টাগ্রাম ও মেসেঞ্জার। পর্যায়ক্রমে সব ব্যবহারকারী এ সুবিধা ব্যবহারের সুযোগ পাবেন।
নতুন এ সুবিধা চালুর ফলে ইনস্টাগ্রাম ও মেসেঞ্জারে কেউ ভিডিও কল করলে চাইলেই নিজেদের চেহারার বদলে আগে থেকে নির্বাচন করা অ্যাভাটার ব্যবহার করা যাবে। মেটার তৈরি অ্যাভাটারগুলো ব্যবহারকারীদের নড়াচড়া শনাক্ত করে বিভিন্ন অভিব্যক্তি দেখাতে পারে। ফলে ভিডিও কলের অপর প্রান্তে থাকা ব্যক্তি চেহারার বদলে শুধু অঙ্গভঙ্গি দেখতে পারবেন।
মেটার তৈরি অ্যাভাটারগুলো মূলত অ্যানিমেশন কার্টুনের মাধ্যমে তৈরি করা হয়েছে। ভিডিও কলের উভয় প্রান্তেই ব্যবহার করা যাবে অ্যাভাটারগুলো। ফলে নিজেদের চেহারা প্রকাশ না করেও ভিডিও কল করা যাবে। আইওএস এবং অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা সব যন্ত্রে অ্যাভাটারগুলো ব্যবহার করা যাবে।
সূত্র: টেক ক্র্যাঞ্চ