Home Technology থ্রেডসে আসছে পোস্ট সম্পাদনা ও হ্যাশট্যাগ ব্যবহারের সুযোগ

থ্রেডসে আসছে পোস্ট সম্পাদনা ও হ্যাশট্যাগ ব্যবহারের সুযোগ

0
149

উন্মুক্তের পরপরই ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে মেটার তৈরি থ্রেডস। বলা হচ্ছে, থ্রেডস সাম্প্রতিক সময়ের সব থেকে দ্রুত বর্ধনশীল অ্যাপ। তবে আলোচিত অ্যাপটির বিরুদ্ধে অভিযোগও করেছেন অনেকে। অভিযোগকারীদের মতে, খুদে ব্লগ লেখার ওয়েবসাইট টুইটারের আদলে তৈরির কথা বলা হলেও থ্রেডসে পোস্ট সম্পাদনা বা হ্যাশট্যাগ ব্যবহার করা যায় না। বিষয়টি জানতে পরে এ দুটি সুবিধা শিগগিরই থ্রেডসে চালু করা হবে বলে জানিয়েছেন ইনস্টাগ্রাম প্রধান অ্যাডাম মোসেরি।

অ্যাডাম মোসেরি জানিয়েছেন, থ্রেডসে এডিট বাটন ও হ্যাশট্যাগ ব্যবহারের পাশাপাশি একটি ফলোয়িং পেজও যুক্ত করা হবে। এডিট বাটনের মাধ্যমে পোস্ট করা বার্তা সহজে সম্পাদনা করার পাশাপাশি নতুন তথ্য যুক্ত করা যাবে। অপর দিকে হ্যাশট্যাগ সুবিধা চালু হলে থ্রেডসে নির্দিষ্ট বিষয়ের আলোচনা এবং সে-সংক্রান্ত তথ্যগুলো একসঙ্গে পাওয়া যাবে। ফলোয়িং পেজের মাধ্যমে অনুসরণ করা অ্যাকাউন্টের সব পোস্ট সহজে দেখা যাবে।

জানা গেছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই থ্রেডসে পোস্ট সম্পাদনা ও হ্যাশট্যাগ ব্যবহারের সুযোগ চালু করা হবে। নতুন এসব সুবিধা চালুর পর পোস্ট স্বয়ংক্রিয়ভাবে মুছে ফেলার সুযোগও চালু করা হবে থ্রেডসে। ফলে নির্দিষ্ট সময় পর স্বয়ংক্রিয়ভাবে থ্রেডসের পোস্ট মুছে ফেলা যাবে।

উল্লেখ্য, মেটার মালিকানাধীন ছবি ও ভিডিও আদান-প্রদানের জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামের নিয়ন্ত্রণে থ্রেডস অ্যাপের কার্যক্রম পরিচালনা করা হয়ে থাকে। ফলে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ব্যবহার করে অ্যাপটিতে প্রবেশ করতে হয়। তবে ইনস্টাগ্রামে প্রবেশ না করেও সরাসরি ব্যবহার করা যায় অ্যাপটি। ফলে ব্যবহারকারীরা নিজেদের প্রয়োজন অনুযায়ী সহজেই অ্যাপটি ব্যবহার করতে পারেন।
সূত্র: গ্যাজেটস নাউ

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here