মাইক্রোসফটকে হটিয়ে আবারও বিশ্বের সবচেয়ে দামি প্রতিষ্ঠানের তকমা ফিরে পেয়েছে অ্যাপল। গত সপ্তাহে অ্যাপলের প্রতিটি শেয়ারের দাম ২১৮ ডলার পর্যন্ত বৃদ্ধি পাওয়ায় প্রতিষ্ঠানটির বাজার মূলধনের পরিমাণ দাঁড়িয়েছে ৩ লাখ ৩৪ হাজার কোটি মার্কিন ডলার। অপরদিকে ৩ লাখ ২৬ হাজার ডলার নিয়ে বিশ্বের দ্বিতীয় দামি প্রতিষ্ঠান এখন মাইক্রোসফট।
সম্প্রতি অ্যাপলের বার্ষিক ডেভেলপার সম্মেলনে নতুন অপারেটিং সিস্টেমের পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর বিভিন্ন সুবিধা আনার ঘোষণা দিয়েছে অ্যাপল। সেই চমকের কারণে শেয়ারবাজারে অ্যাপলের শেয়ারের দাম গত সপ্তাহের তুলনায় ৫ শতাংশ বেড়েছে। ফলে বাজার মূলধনের পরিমাণও বেড়েছে প্রতিষ্ঠানটির।
গত সপ্তাহে চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া কিছু সময়ের জন্য অ্যাপলের বাজারমূল্যকে ছাড়িয়ে যায়। এনভিডিয়ার সর্বশেষ বাজারমূল্য ছিল ৩ লাখ ১১ হাজার কোটি মার্কিন ডলার। অর্থাৎ বিশ্বের সবচেয়ে দামি প্রতিষ্ঠানের তালিকায় তৃতীয় অবস্থানে থাকা অ্যাপল এক লাফে শীর্ষে চলে এসেছে।
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ওয়েডবুশ সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক মাইকেল জেমস বলেন, এআই প্রযুক্তিতে অ্যাপল কিছুটা পিছিয়ে ছিল। সম্মেলনে অ্যাপল নিজেদের বিভিন্ন পণ্যে এআই যুক্ত করার ঘোষণা দেওয়ায় প্রতিষ্ঠানটির শেয়ারের দাম বেড়েছে। অ্যাপলের শেয়ার এ বছর এখন পর্যন্ত ১২ শতাংশ বেড়েছে।
সূত্র: রয়টার্স