Home Technology অ্যান্ড্রয়েডে ৪৬ নিরাপত্তাত্রুটি, ঝুঁকিতে যেসব ব্যবহারকারী

অ্যান্ড্রয়েডে ৪৬ নিরাপত্তাত্রুটি, ঝুঁকিতে যেসব ব্যবহারকারী

0
97

অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে ৪৬টি নিরাপত্তাত্রুটির সন্ধান পেয়েছে ভারতের কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম। সরকারি সংস্থাটির দাবি, অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের হালনাগাদ সংস্করণে এসব ত্রুটি পাওয়া গেছে, যার মধ্যে বেশ কয়েকটি উচ্চ মাত্রায় ক্ষতি করতে সক্ষম। তাই অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য নিরাপত্তা ঝুঁকির সতর্কতা জারি করেছে সংস্থাটি।

জানা গেছে, অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের ফ্রেমওয়ার্ক, কার্নেল, এআরএম কম্পোনেন্ট, মিডিয়াটেক, কোয়ালকমের কম্পোনেন্টসহ গুগল প্লের আপডেট পদ্ধতিতে এসব ত্রুটি রয়েছে। ভয়ংকর এসব নিরাপত্তাত্রুটি কাজে লাগিয়ে দূর থেকে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা যন্ত্রের তথ্য সংগ্রহ করা যায়। শুধু তা–ই নয়, চাইলে ডিডস (ডিস্ট্রিবিউটেড ডিনায়েল অব সার্ভিস) সাইবার হামলাও চালানো সম্ভব।

কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিমের তথ্যমতে, পুরোনো সংস্করণের বদলে হালনাগাদ অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে এসব ত্রুটির সন্ধান পাওয়া গেছে। সংস্করণগুলো হলো অ্যান্ড্রয়েড ১১, ১২, ১২ এল এবং ১৩। অ্যান্ড্রয়েডের সর্বশেষ সব সংস্করণেই ত্রুটি থাকায় বেশির ভাগ ব্যবহারকারী সাইবার হামলার ঝুঁকিতে রয়েছেন।

সাইবার হামলা থেকে নিরাপদ থাকতে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের হালনাগাদ নিরাপত্তা প্যাচ ব্যবহার করতে হবে। প্রয়োজনে অ্যান্ড্রয়েড সিকিউরিটি অ্যান্ড আপডেট বুলেটিনস ওয়েবসাইট থেকেও পরামর্শ নিতে হবে।
সূত্র: গ্যাজেটস নাউ

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here