অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা ফোন থেকে ব্যক্তিগত বিভিন্ন তথ্য চুরি করতে সক্ষম দুটি অ্যাপের সন্ধান পেয়েছে সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ‘প্রাডিও’। প্রতিষ্ঠানটির তথ্যমতে, অ্যাপ দুটি ইনস্টল করার পর চালু না করলেও নিয়মিত তথ্য সংগ্রহ করতে থাকে এবং সংগ্রহ করা তথ্য চীনে থাকা সার্ভারে পাঠিয়ে দেয়। গুগলের নিরাপত্তাব্যবস্থা এড়িয়ে প্লে স্টোরে জায়গা করে নেওয়ায় এরই মধ্যে প্রায় ১৫ লাখবার ডাউনলোড হয়েছে অ্যাপ দুটি।
এক ব্লগ বার্তায় প্রাডিও জানিয়েছে, গোপনে তথ্য সংগ্রহ করতে সক্ষম অ্যাপ দুটি হলো ‘ফাইল রিকভারি অ্যান্ড ডেটা রিকভারি’ এবং ‘ফাইল ম্যানেজার’। ফাইল ব্যবস্থাপনা এবং মুছে ফেলা তথ্য উদ্ধারের জন্য ব্যবহৃত অ্যাপ দুটির কোড পর্যালোচনা করে দেখা গেছে, ইনস্টল করলেই ব্যবহারকারীদের অজান্তে যেকোনো সময় চালু হতে পারে অ্যাপগুলো। চালু হওয়ার পর ফোন নম্বর, ছবি, অডিও বা ভিডিও, ফোনের মডেল, নেটওয়ার্ক অপারেটরের আইপি ঠিকানাসহ বিভিন্ন তথ্য সংগ্রহ করে নির্দিষ্ট সার্ভারে নিয়মিত পাঠিয়ে দেয়। ফলে দূর থেকেই তথ্যগুলো দেখতে পারে সাইবার অপরাধীরা। আর তাই বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা নিরাপত্তাহীনতায় রয়েছেন।
ক্ষতিকর অ্যাপ দুটির বিষয়ে গুগলকে সাবধান করলেও এখনো অ্যাপগুলো গুগলের প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। আর তাই প্লে স্টোর থেকে অ্যাপগুলো না নামানোর পাশাপাশি ফোন থেকে দ্রুত মুছে ফেলার পরামর্শ দিয়েছেন প্রাডিওর নিরাপত্তা বিশেষজ্ঞরা। ক্ষতিকর অ্যাপ থেকে রক্ষা পেতে অ্যাপ নামানোর আগে কোন কোন যন্ত্রাংশ ব্যবহারের অনুমতি চাচ্ছে, তা পর্যালোচনার পাশাপাশি নির্মাতাদের বিষয়ে অনলাইনে খোঁজখবর নিতে পরামর্শ দিয়েছেন তাঁরা।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া