২০২৩ সালে সবচেয়ে বেশি স্মার্টফোন বাজারজাত করা প্রতিষ্ঠান হিসেবে স্যামসাংকে পেছনে ফেলেছে অ্যাপল। বাজার গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ডাটা করপোরেশনের (আইডিসি) তথ্য অনুযায়ী, বছরজুড়ে সারা বিশ্বে ২৩ কোটি ৪৬ লাখ স্মার্টফোন বিক্রি করেছে অ্যাপল। অপর দিকে স্যামসাং বিক্রি করেছে ২২ কোটি ৬৬ লাখ স্মার্টফোন।
আইডিসির তথ্যমতে, গত বছর বিশ্বজুড়ে স্মার্টফোন বিক্রি আগের বছরের তুলনায় ৩.২ শতাংশ কমেছে। কিন্তু উন্নয়নশীল বিভিন্ন দেশে অ্যান্ড্রয়েড স্মার্টফোনের তুলনায় আইফোনের চাহিদা বেড়েছে। ফলে আইফোনের বিক্রি বেশি হওয়ায় বর্তমানে বিশ্বের স্মার্টফোন বাজারের ২০ দশমিক ১ শতাংশ রয়েছে অ্যাপলের দখলে। দ্বিতীয় স্থানে থাকা স্যামসাংয়ের দখলে রয়েছে ১৯ দশমিক ৪ শতাংশ বাজার।
২০২৩ সালে সবচেয়ে বেশি স্মার্টফোন বাজারজাত করা প্রতিষ্ঠানের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে শাওমি। বছরজুড়ে প্রতিষ্ঠানটি বিক্রি করেছে মোট ১৪ কোটি ৫৯ লাখ স্মার্টফোন। স্মার্টফোন বাজারের ১২ দশমিক ৫ শতাংশ রয়েছে প্রতিষ্ঠানটির দখলে। তালিকায় চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে যথাক্রমে অপো ও ট্র্যানশেন। বছরজুড়ে প্রতিষ্ঠান দুটি যথাক্রমে ১০ কোটি ৩১ লাখ ও ৯ কোটি ৪৯ লাখ স্মার্টফোন বিক্রি করেছে।
সূত্র: নিউজ১৮ ডটকম