Home Technology বিং ও এজ ব্রাউজারে কেনাকাটার সুবিধা দিতে আসছে এআই টুল

বিং ও এজ ব্রাউজারে কেনাকাটার সুবিধা দিতে আসছে এআই টুল

0
171

এজ ও বিং ওয়েব ব্রাউজারে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির কেনাকাটার প্রোগ্রাম (শপিং টুল) এনেছে মাইক্রোসফট করপোরেশন। প্রতিষ্ঠানটি বলছে, এই প্রোগ্রাম ব্যবহার করে ব্যবহারকারীরা আরও সহজে কেনাকাটা করতে পারবেন, কেনাকাটার তথ্য সংরক্ষণ করতে পারবেন। এমনকি পণ্য খোঁজা, পণ্য নিয়ে তথ্য সংগ্রহ করা এবং কেনাকাটাও করা যাবে।

নতুন এই প্রোগ্রাম ব্যবহার করে মাইক্রোসফট এজ ও বিং ব্যবহারকারীরা এআইয়ের সাহায্য নিয়ে বিভিন্ন শ্রেণিতে পণ্য খুঁজতে পারবেন। পণ্য নিয়ে সুপারিশ দেখতে পারবেন। এমনকি একই ধরনের দুটি পণ্যের বিশেষত্ব ও তাদের তুলনামূলক বৈশিষ্ট্যও দেখা যাবে। ফলে একই ধরনের পণ্যের সঙ্গে তুলনা করার জন্য অন্য ওয়েবসাইটে যেতে হবে না।

নতুন এই প্রোগ্রামের ঘোষণায় মাইক্রোসফট বলছে, বায়িং গাইডস নামের এই টুল দিয়ে প্রয়োজনীয় সবই খোঁজা যাবে। এজ ব্রাউজারের সাইডবারে এবং বিং চ্যাটে এ টুল পাওয়া যাবে।

বিং ব্রাউজারের জন্য নতুন এ টুল এখন যুক্তরাষ্ট্রে ব্যবহার করা যাচ্ছে। পরে অন্যান্য দেশেও এটি চালু করা হবে। এজ ব্রাউজারের জন্য টুলটি এখন পর্যায়ক্রমে সব দেশেই উন্মুক্ত করা হচ্ছে।

এ টুল ব্যবহার করে পণ্যের পর্যালোচনা ও তথ্য নিয়ে সারাংশও পাওয়া যাবে। পণ্য কেনার সময় ব্যবহারকারীরা পণ্যের বিভিন্ন দিকসম্পর্কিত সংক্ষিপ্ত তথ্য এ সারাংশে দেখতে পারবেন। এমনকি প্রাইস ম্যাচ সুবিধা ব্যবহার করে পণ্যটির বিভিন্ন ওয়েবসাইটে থাকা দামও দেখা যাবে। এ ছাড়া কখন পণ্যটি কেনা লাভজনক হবে, সেটিও জানা যাবে।
সূত্র: লাইভমিন্ট ডটকম

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here