কয়েক দিন ধরে দেশের বিভিন্ন স্থানে কমবেশি সারা দিনই বৃষ্টি হচ্ছে। এ কারণে ঈদের ছুটি শেষে বাড়ি ফেরা ব্যক্তিদের পাশাপাশি অফিসফেরত কর্মজীবীদের অনেকেই ভিজছেন বৃষ্টিতে। বৃষ্টির পানিতে যেকোনো সময়ই ফোন ভিজে যেতে পারে। ফলে যাঁদের পানিরোধী ফোন নেই, বৃষ্টি তাঁদের জন্য ভীতিকরই বটে। তবে কিছু কৌশল অবলম্বন করে বর্ষা মৌসুমে ফোনের সম্ভাব্য ক্ষতির আশঙ্কা এড়ানো যায়। বৃষ্টির পানি থেকে ফোনকে নিরাপদ রাখার কৌশলগুলো দেখে নেওয়া যাক—
পানিরোধী ব্যাগ ব্যবহার
ওয়াটারপ্রুফ পাউচ বা পানিরোধী ব্যাগ ব্যবহার করে বৃষ্টির পানি থেকে সহজেই ফোন নিরাপদে রাখা যায়। পানিরোধী এই ব্যাগের মধ্যে রেখে ফোনের স্পর্শনির্ভর পর্দাও ব্যবহার করা যায়। ফলে মুষলধারে বৃষ্টি হলেও সহজে ফোনে থাকা বিভিন্ন বার্তা বা তথ্য জানা যায়। প্রয়োজনে বার্তাও পাঠানো সম্ভব। আকারে ভিন্নতা থাকলেও বাজারে প্রচলিত প্রায় সব মডেলের ফোনই পানিরোধী ব্যাগগুলোর মধ্যে রেখে ব্যবহার করা যায়।
সিলিকা জেলসহ জিপলক পাউচ ব্যবহার
বৃষ্টির সময় ফোনকে সুরক্ষিত রাখতে জিপলক পাউচ ব্যবহার করা যেতে পারে। লক–সুবিধা থাকায় এ ধরনের ব্যাগে পানি প্রবেশ করতে পারে না। এ ছাড়া ব্যাগের ভেতরে সিলিকা জেল থাকায় সহজেই বাতাসের আর্দ্রতা শোষণ করতে পারে। ফলে ফোনের লেন্স ভালো থাকে।
ব্লুটুথ হেডফোন ব্যবহার
ওয়াটারপ্রুফ পাউচ বা জিপলক পাউচে ফোন রাখার সময় অবশ্যই ব্লুটুথ হেডফোন ব্যবহার করতে হবে। এর ফলে বৃষ্টির সময় ব্যাগ থেকে বের না করেই ফোনকল করা যাবে। ভালোমানের ব্লুটুথ হেডফোন পানিরোধী হয়ে থাকে। ফলে বৃষ্টির পানিতে হেডফোনের ক্ষতি হবে না।
ফোন পানিতে ভিজে গেলে যা মানতে হবে
সাবধানতা অবলম্বনের পরেও যদি দুর্ভাগ্যবশত ফোন পানিতে ভিজে যায়, তবে সুরক্ষার জন্য কিছু কাজ করা যেতে পারে। এ জন্য প্রথমেই ফোন দ্রুত বন্ধ করতে হবে। ফোনে থাকা সুরক্ষা কেসের পাশাপাশি ব্যাটারি, সিম কার্ড, ব্যাটারি ও মাইক্রো-এসডি কার্ড খুলে ফেলতে হবে। ভেজা অবস্থায় ফোন কখনোই চার্জ করা যাবে না। এর ফলে ফোনের লজিক বোর্ডে শর্টসার্কিট হতে পারে এবং বড় ধরনের ক্ষতি হতে পারে। হেয়ার ড্রায়ার ব্যবহার করেও ফোন শুকানো যাবে না। প্রয়োজনে জিপলক ব্যাগে সিলিকা জেল রেখে ফোন শুকানো যেতে পারে। মনে রাখতে হবে, পুরোপুরি না শুকিয়ে ফোন চালু বা চার্জ করা যাবে না।