কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিভিত্তিক নিজস্ব চ্যাটবট চালুর পর এবার চ্যাটবটের নিরাপত্তায় সেফটি টুল চালু করেছে ছবি আদান-প্রদানের অ্যাপ স্ন্যাপচ্যাট। নতুন টুলটি চালুর ফলে ওপেনএআইয়ের চ্যাটজিপিটি প্রযুক্তিনির্ভর চ্যাটবটটি ব্যবহারকারীদের বয়স অনুযায়ী বিভিন্ন প্রশ্নের উত্তর দেবে।
স্ন্যাপচ্যাটের তথ্য মতে, সেফ গার্ড নামের টুলটি চালুর ফলে কেউ প্রশ্ন করলেই স্বয়ংক্রিয়ভাবে সেই ব্যক্তির বয়স জানতে পারবে চ্যাটবটটি। ফলে সহজেই বয়স অনুযায়ী উত্তর দেবে। শুধু তাই নয়, কিশোর-কিশোরীদের সঙ্গে চ্যাটবটের আদান–প্রদান করা বার্তাও দেখার সুযোগ পাবেন অভিভাবকেরা।
স্ন্যাপচ্যাট জানিয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিভিত্তিক নিজস্ব চ্যাটবট চালুর পর অনেক ব্যবহারকারীই চ্যাটবটকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। নতুন এ সুরক্ষা টুল চালুর ফলে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির চ্যাটবট সঠিকভাবে ব্যবহারের সুযোগ মিলবে। শুধু তাই নয়, চ্যাটবটের নিরাপত্তাও নিশ্চিত করা যাবে। যেসব ব্যবহারকারী চ্যাটবটের অপব্যবহার করবে তাদের সাময়িকভাবে প্ল্যাটফর্মে ব্লক করা হবে।
সূত্র: টেক ক্র্যান্চ