অ্যামাজন ওয়েব সার্ভিসেস থেকে ১০ হাজার ডলারের সুবিধা পাচ্ছে দেশি ৩৫ স্টার্টআপ

0
127
খুলনাতে পলিটেকনিক/ডিপ্লোমা ছাত্র-ছাত্রীদের জন্য ইন্ডাস্ট্রিয়াল এটাচমেন্ট ট্রেনিংHAMKO_Future_Tech_Academy

বিশ্বের সবচেয়ে বড় ই-কমার্স সাইট অ্যামাজনের সহযোগী প্রতিষ্ঠান অ্যামাজন ওয়েব সার্ভিসেসের (এডব্লিউএস) কাছ থেকে ১০ হাজার ডলার সমমূল্যের সুবিধা পাবে দেশের ৩৫টি উদ্ভাবনী নতুন উদ্যোগ (স্টার্টআপ)। ৫ অক্টোবর অ্যামাজন ওয়েব সার্ভিসেসের সহযোগিতায় বাংলাদেশে প্রথমবারের অনুষ্ঠিত ‘এডব্লিউএস স্টার্টআপ ডে বাংলাদেশ ২০২৩’ কর্মশালায় অংশ নেওয়া ১১১টি স্টার্টআপের কার্যক্রম পর্যালোচনা করে ৩৫টি প্রতিষ্ঠানকে এ সুবিধার জন্য মনোনীত করা হয়েছে। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ‘এডব্লিউএস স্টার্টআপ ডে বাংলাদেশ ২০২৩’ কর্মশালার অন্যতম আয়োজক ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)।

ঋণ পাওয়ার জন্য মনোনীত স্টার্টআপ প্রতিষ্ঠানগুলো হলো নিরাময় ডিজিটাল সার্ভিসেস লিমিটেড, হ্যাকুলেস লিমিটেড, ট্রাক লাগবে, এনগেজ, রোমাটো, স্টাফবেজ লিমিটেড, হেড ব্লক্স, আয় করি, প্রীতিলতা, জেনোফ্যাক্স, এগ্রিগেট নেটওয়ার্ক লিমিটেড, এআই লোকাল গাইড, সেবা বাজার, আইএমজি পেপার, মানু ফার্মস, মারভেন, সক্রিয় টেকনোলজিস লিমিটেড, মেস মনিটর, টেক স্টোন লিমিটেড, ভবন, জেন নেক্সট টেকনোলজিস্ট, অ্যাকুয়ালিংক বাংলাদেশ লিমিটেড, লিখো, শিক্ষা ডট এক্সওয়াইজেড, মজারু এডুকেশন টেকনোলজিস লিমিটেড, গ্রিন রিভোলিউশন, ইনোভাস্ক্যান সলিউশনস, ফ্যাক্টরি নেক্সট, ব্রিনজিন, কিড স্কুল, স্টাইলঅন, উৎসব প্ল্যাটফর্ম লিমিটেড, ইজিইবিলিং, নিয়োগ ও ইওয়ান টেকনোলজিস।

উল্লেখ্য, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ), নলেজভ্যালি এবং বাংলাদেশ ভেঞ্চার ক্যাপিটাল আয়োজিত ‘এডব্লিউএস স্টার্টআপ ডে বাংলাদেশ ২০২৩’ কর্মশালায় উদ্যোক্তাদের অ্যামাজন ওয়েব সার্ভিসের ক্লাউড অ্যাপ্লিকেশন, সফটওয়্যার, বিশ্লেষণ প্রযুক্তি এবং মেশিন লার্নিং সুবিধা ব্যবহারের প্রশিক্ষণ দেওয়া হয়। অ্যামাজনের ১০ জন প্রশিক্ষকের পাশাপাশি বাংলাদেশি প্রযুক্তি বিশেষজ্ঞরা এ প্রশিক্ষণ দেন।

Hamko ICT Ltd. is a Bangladeshi tech company having primarily focused on software development service in home and abroad. HAMKO_ICT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here