ক্রোম ব্রাউজারে ভয়ংকর নিরাপত্তা ত্রুটি, দ্রুত হালনাগাদের পরামর্শ

0
121
খুলনাতে পলিটেকনিক/ডিপ্লোমা ছাত্র-ছাত্রীদের জন্য ইন্ডাস্ট্রিয়াল এটাচমেন্ট ট্রেনিংHAMKO_Future_Tech_Academy

ক্রোম ব্রাউজারের একাধিক সংস্করণে আটটি ভয়ংকর নিরাপত্তা ত্রুটির সন্ধান পেয়েছে ভারতের কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম। সংস্থাটির মতে, এসব ত্রুটি কাজে লাগিয়ে সাইবার অপরাধীরা চাইলেই ক্রোম ব্রাউজার ব্যবহারকারীদের যন্ত্রে নতুন কোড যুক্ত করে সাইবার হামলা চালাতে পারে। ফলে যেকোনো সময় সাইবার হামলার কবলে পড়তে পারেন ক্রোম ব্রাউজার ব্যবহারকারীরা।

কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিমের তথ্যমতে, ক্রোম ব্রাউজারে সিভিই-২০২৩-০৯২৭, সিভিই-২০২৩-০৯২৮, সিভিই-২০২৩-০৯২৯, সিভিই-২০২৩-০৯৩০, সিভিই-২০২৩-০৯৩০, সিভিই-২০২৩-০৯৩১, সিভিই-২০২৩-০৯৩২, সিভিই-২০২৩-০৯৩৩ এবং সিভিই-২০২৩-০৯৪১ ত্রুটির সন্ধান পাওয়া গেছে। ব্রাউজারের ওয়েব পেমেন্টস এপিআই, সুইফটশ্যাডার, ভলকান, ভিডিও ওভারফ্লো এবং ওয়েবআরটিসি প্রযুক্তি–সুবিধায় এসব ত্রুটির সন্ধান মিলেছে।

ক্রোম ব্রাউজারের ১১৫.০.৫৭৯০.১৭০/১৭১ সংস্করণের আগের সব সংস্করণে থাকা ত্রুটিগুলো কাজে লাগিয়ে উইন্ডোজ, ম্যাক ও লিনাক্স ব্যবহারকারীদের যন্ত্রে সাইবার হামলা চালানো সম্ভব। ফলে সংস্করণগুলোর ব্যবহারকারীরা নিরাপত্তাহীনতায় রয়েছেন। তবে ক্রোম ব্রাউজারের সর্বশেষ সংস্করণে এসব ত্রুটির সমাধান করেছে গুগল। আর তাই নিরাপদ থাকতে হলে ব্যবহারকারীদের দ্রুত ক্রোম ব্রাউজারের হালনাগাদ সংস্করণ ব্যবহার করতে হবে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া

Hamko ICT Ltd. is a Bangladeshi tech company having primarily focused on software development service in home and abroad. HAMKO_ICT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here