Home Technology বাংলার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিযোগিতায় বিজয়ী শাবিপ্রবির ১৯৫২ দল

বাংলার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিযোগিতায় বিজয়ী শাবিপ্রবির ১৯৫২ দল

0
133

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে বাংলা লেখা পড়ে শোনাবে কম্পিউটার। এমনই এক উদ্ভাবনী প্রযুক্তি তৈরি করে বাংলায় কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিবিষয়ক ‘এআই ফর বাংলা ২.০’ প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘সাস্ট ১৯৫২’ দল। তাদের লেখা থেকে কথায় রূপান্তর করার ‘বাংলা নিউরাল টেক্সট টু স্পিস’ কম্পিউটার প্রোগ্রাম পুরস্কার পায়। পুরস্কার হিসেবে দুই লাখ টাকা, ক্রেস্ট ও সনদ পেয়েছে চ্যাম্পিয়ন দল। এই দলের সদস্যরা হলেন রাজন সাহা, আরিফ আহমেদ ও মোহাম্মদ শাহিদুর রহমান।

তথ্যপ্রযুক্তিতে বাংলা ভাষাকে সমৃদ্ধ করা এবং গবেষণায় উৎসাহ দিতে সরকারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের ‘গবেষণা ও উন্নয়নের মাধ্যমে তথ্যপ্রযুক্তিতে বাংলা ভাষা সমৃদ্ধকরণ’ প্রকল্পের উদ্যোগে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। আজ সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে চূড়ান্ত ফলাফল ঘোষণা ও পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে আইসিটি বিভাগের সচিব মো. সামসুল আরেফিন বলেন, বাংলা ভাষা এখনো প্রযুক্তি খাতে খুব বেশি অগ্রসর হতে পারেনি। সারা বিশ্বের মানুষের কাছে এই ভাষাকে ছড়িয়ে দেওয়ার জন্য বাংলা ভাষা নিয়ে আরও কাজ করতে হবে।

বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক রণজিৎ কুমারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিক্ষাবিদ ও প্রতিযোগিতার বিচারকমণ্ডলীর সভাপতি অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল। তিনি বলেন, ‘আমাদের দেশের তরুণেরা অনেক প্রতিভাবান। ছোট ছোট ছেলেমেয়েদের প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে। আমরা বিশ্বাস করি, আমাদের দেশের ছেলেমেয়েরাই একদিন বিশ্ব জয় করবে। শুধু তাদের ওপর বিশ্বাস রাখতে হবে। আমি তরুণদের উদ্ভাবন দেখে খুবই খুশি হয়েছি। তারা চেষ্টা করেছে ভালো কিছু করার।’

আয়োজকদের পক্ষ থেকে অনুষ্ঠানে বলা হয়, বাংলা ভাষাভিত্তিক এআই প্রযুক্তি তৈরি ও বাংলা এনএলপি (ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং) গবেষণায় উৎসাহ দিতে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় তরুণ গবেষক ও প্রোগ্রামারদের কাছে বাংলা ভাষাভিত্তিক ডেটাসেট, মডেল কিংবা ওয়ার্কিং-প্রটোটাইপ আহ্বান করা হয়েছিল।

প্রতিযোগিতায় জমা পড়া ৬০টি উদ্ভাবনী ধারণার মধ্য থেকে তিন ধাপে শীর্ষ আটটি প্রস্তাব বা ধারণা স্থান পায়। সাস্ট ১৯৫২ ছাড়াও আরও সাতটি দল পুরস্কার পেয়েছে। সেগুলো হলো টিম রুদ্ধস্বরের সুবাক্য, ভাষা দলের বাংলানেট, পারপিচুয়াল লার্নার্স দলের মাল্টি-ভিউ বাংলা সাইন ল্যাঙ্গুয়েজ ডেটাসেট অ্যান্ড কন্টিনিউস বিএসএল রিকগনেশন মডেল, শব্দকল্পদ্রুমের সাইনবিডি ওয়ার্ড, সাইন সাস্ট দলের রিয়েল টাইম সাইন ল্যাঙ্গুয়েজ রিকগনেশন ইউজিং অ্যাকশন রিকগনেশন, সাইলেন্ট সেন্টিনেলস দলের ফ্রম জেশ্চার টু ওয়ার্ডস এবং বাংলাএআই দলের বাংলাকোয়াড।

একই অনুষ্ঠানে বাংলা ডিজাইন ফন্ট প্রতিযোগিতার ফলাফলও ঘোষণা করা হয়। প্রতিযোগিতায় প্রথম হয়েছেন কাজী মো. মহসিন। প্রথম পুরস্কার হিসেবে তিনি পেয়েছেন এক লাখ টাকা। প্রতিযোগিতায় বিজয়ী অন্যরা হলেন শহীদ শরিফ রাসেল, মো. আনোয়ার হোসেন, সাজেদুর রহমান, মো. আল–আমিন, ময়দুল হাসান, মো. মনজুর হোসেন, ওসমান হাতা, মোল্লা শরীফ ও মো. জাহিদুল ইসলাম।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here