আইসিটি বিভাগের ৫০ হাজার টাকা করে অনুদান পেলেন ৪১ নারী উদ্যোক্তা

0
141
খুলনাতে পলিটেকনিক/ডিপ্লোমা ছাত্র-ছাত্রীদের জন্য ইন্ডাস্ট্রিয়াল এটাচমেন্ট ট্রেনিংHAMKO_Future_Tech_Academy

সম্ভাবনাময় ৪১ নারী উদ্যোক্তাকে ৫০ হাজার টাকা করে এককালীন অনুদান দিয়েছে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগের আওতাধীন আইডিয়া প্রকল্প। আজ সোমবার জাতীয় সংসদ ভবনের এলডি হলে ‘স্মার্ট নারী উদ্যোক্তা অনুদানের চেক প্রদান’ শীর্ষক এক অনুষ্ঠানে এ অনুদান দেওয়া হয়। তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আইসিটি বিভাগ।

স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেন, নারীরা সহজাতভাবেই উদ্যোক্তা। বৈদেশিক মুদ্রা অর্জনের পাশাপাশি জাতীয় অর্থনীতিতে অবদানও রাখছে নারীরা। তথ্যপ্রযুক্তি ব্যবহার করে নারীদের উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে ব্যবসার প্রসার বাড়াতে হবে। জনশুমারি অনুযায়ী, দেশে নারীর সংখ্যা বেশি। এই সংখ্যা নিয়েই এগিয়ে যাবে বাংলাদেশ।

আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ বলেন, ‘কোনো কাজই ছোট না। আপনাদের মধ্যে লুকিয়ে আছে ভবিষ্যৎ বড় উদ্যোক্তা। সরকার নিজে ব্যবসা করবে না, সরকার ব্যবসার পরিবেশ তৈরি করবে। এ অনুদান ইউনিয়ন পর্যায়ের উদ্যোক্তাদেরও দেওয়া হবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রত্না আহমেদ ও শামসুন নাহার, আইডিয়া প্রকল্পের পরিচালক আলতাফ হোসেন প্রমুখ।

উল্লেখ্য, গত বছরের ৮ আগস্ট ২৫০ জন এবং একই বছরের ২৯ সেপ্টেম্বর ১ হাজার নারী উদ্যোক্তাকে ৫০ হাজার টাকা করে স্মার্ট নারী উদ্যোক্তা অনুদান দেওয়া হয়েছে।

Hamko ICT Ltd. is a Bangladeshi tech company having primarily focused on software development service in home and abroad. HAMKO_ICT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here