ট্রু কলার অ্যাপের মাধ্যমে অপরিচিত নম্বর থেকে কেউ কল করলে বা বার্তা পাঠালে সেই ব্যক্তির পরিচয় ফোনে দেখা যায়। শুধু তা–ই নয়, চাইলে অনাকাঙ্ক্ষিত কল করা ব্যক্তির ফোন নম্বর স্প্যাম হিসেবেও দেখায় অ্যাপটি। ফলে সহজেই প্রতারণা থেকে নিজেকে রক্ষা করার সুযোগ মিলে থাকে। তবে ট্রু কলারের তথ্যভান্ডারে নাম বা পরিচয় ভুল থাকে অনেকের। এতে অপরিচিত ব্যক্তিদের কল করার সময় তাঁরা ভুল নাম দেখতে পান। তবে চিন্তার কিছু নেই, ট্রু কলার অ্যাপের তথ্যভান্ডারে থাকা নাম বা তথ্য চাইলেই পরিবর্তন করা সম্ভব।
ট্রু কলারে থাকা নাম পরিবর্তন বা সংশোধনের জন্য প্রথমে অ্যাপটিতে প্রবেশ করে ওপরে থাকা কন্টাক্ট আইকনে ট্যাপ করতে হবে। এরপর এডিট প্রোফাইল অপশনে প্রবেশ করে নামের প্রথম ও শেষাংশ লিখলেই নাম পরিবর্তন হয়ে যাবে। নামের সঙ্গে যুক্ত ট্যাগও পরিবর্তন করা যাবে। ট্যাগ পরিবর্তনের জন্য একইভাবে এডিট প্রোফাইলে প্রবেশ করে অ্যাড ট্যাগ অপশনে ক্লিক করে প্রয়োজনীয় তথ্য যুক্ত বা বাদ দিতে হবে।