বিনোদনের অন্যতম উৎস এখন ইউটিউব। গান শোনার জন্যও ইউটিউব জনপ্রিয়। ইউটিউবে আমরা যেসব ভিডিও দেখি বা খোঁজ করি, তার সব তথ্যই নিজেদের ইতিহাস বিভাগে জমা করে রাখে ভিডিও বিনিময়ের সাইটটি। ফলে পরবর্তী সময়ে খুব সহজেই ইউটিউবে দেখা বা খোঁজ করা ভিডিওর তালিকা দেখা যায়। তবে চাইলেই ইউটিউবে দেখা বা খোঁজ করা ভিডিওর ইতিহাস মুছে ফেলা যায়।
ফোন থেকে ইউটিউব ভিডিও দেখার ইতিহাস মুছে ফেলার জন্য প্রথমে ইউটিউব অ্যাপের ডান দিকের ওপরে থাকা প্রোফাইল ছবিতে ট্যাপ করে সেটিংস অপশন নির্বাচন করতে হবে। এরপর ম্যানেজ অল হিস্ট্রি অপশন ট্যাপ করে নির্দিষ্ট ভিডিওর পাশে থাকা ক্রস আইকনে ক্লিক করলেই সেটি মুছে যাবে। নির্দিষ্ট ভিডিও মুছে ফেলার পাশাপাশি এক দিনের বা পুরো ভিডিও দেখার ইতিহাসও মুছে ফেলা যায় ইউটিউবে। এ জন্য ডিলিট টুডে বা ডিলিট অল টাইম নির্বাচন করে পুনরায় ডিলিট বাটনে ক্লিক করতে হবে। ভিডিও খোঁজার ইতিহাস মুছে ফেলতে ইউটিউব অ্যাপের ওপরে থাকা সার্চ আইকনে ট্যাপ করে ভিডিও খোঁজার অপশন দীর্ঘ সময় চেপে ধরে রিমুভ বাটনে ক্লিক করতে হবে।
কম্পিউটার থেকে ইউটিউব ভিডিও দেখার ইতিহাস মুছে ফেলার জন্য প্রথমে ইউটিউব ওয়েবসাইটে প্রবেশ করে বাঁ দিকে থাকা সাইডবারের হিস্ট্রি অপশন নির্বাচন করতে হবে। এরপর ক্লিয়ার অল ওয়াচ হিস্ট্রি বাটনে ক্লিক করলেই একটি পপআপ দেখা যাবে। এবার পপআপে থাকা ক্লিয়ার ওয়াচ হিস্ট্রি অপশনে ক্লিক করলেই ইউটিউবে ভিডিও দেখার সব ইতিহাস মুছে যাবে।
ইউটিউব ভিডিও খোঁজার ইতিহাস মুছে ফেলার জন্য হিস্ট্রি অপশন নির্বাচন করে ম্যানেজ অল হিস্ট্রিতে ক্লিক করতে হবে। ভিডিও খোঁজার নির্দিষ্ট তথ্য মুছে ফেলার জন্য নির্দিষ্ট ভিডিওর ডান দিকে থাকা ক্রস বাটনে ক্লিক করতে হবে। তবে একসঙ্গে সব তথ্য মুছে ফেলতে হলে ডিলিট ড্রপ ডাউন মেনুতে ক্লিক করে ডিলিট অল টাইম নির্বাচনের পর পুনরায় ডিলিট বাটনে ক্লিক করতে হবে।